50MP ক্যামেরা, 8GB RAM এবং 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল Vivo Y36 5G, জেনে নিন দাম

Highlights

  • ইন্দোনেশিয়াতে লঞ্চ হল Vivo Y36 5G।
  • ভারতেও শীঘ্রই লঞ্চ হতে পারে এই ফোন।
  • ফোনটির ভারতীয় রিটেইল বক্সও সামনে এসে গেছে।

ভিভো গতকাল 5G প্রোডাক্টের পরিধি বাড়িয়ে Vivo Y36 5G লঞ্চ করেছে। প্রথমে এই ফোনটি গ্লোবাল মার্কেটে পেশ করা হয়েছে। এই ফোনটি শীঘ্রই ভারতেও লঞ্চ করা হতে পারে। আসলে আমরা এই ফোনের ইন্ডিয়ান রিটেইল বক্স স্পট করেছি। যার ফলে মনে করা হচ্ছে কয়েক দিনের মধ্যেই এই ফোনটি ভারতেও লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y36 5G এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Vivo Y36 5G এর দাম

  • কোম্পানির পক্ষ থেকে Vivo Y36 5G ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে।
  • ফোনটি 8GB RAM + 256GB সহ Rp3,799,000 অর্থাৎ প্রায় 20,000 টাকা দামে পেশ করা হয়েছে।
  • ফোনটি ক্রিস্টাল গ্রীন এবং মিস্টিক ব্ল্যাক কালারে সেল করা হবে।

Vivo Y36 5G এর ইন্ডিয়ান রিটেইলস বক্স

  • ছবিতে এই ফোনের ইন্ডিয়ান রিটেইল বক্স দেখা যাচ্ছে।
  • এক ইন্ডিয়ান রিটেইলার এটি শেয়ার করেছেন।
  • এর ফলে ধারণা করা হচ্ছে শীঘ্রই ফোনটি ভারতেও লঞ্চ করা হবে।
  • জানিয়ে রাখি গ্লোবাল মার্কেটে Vivo Y36 5G এর দাম প্রায় 20,000 টাকার কাছাকাছি। তবে ভারতে ফোনটি মাত্র 15,000 টাকা রেঞ্জে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • তবে ফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কোম্পানি অফিসিয়ালি কিছু জানায়নি।

Vivo Y36 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 6.64 ইঞ্চির আলট্রা-ও ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে সাধারণ রিফ্রেশরেট এবং পাঞ্চ হোল কাটআউট রয়েছে।
  • প্রসেসর: Vivo Y36 5G ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 চিপসেট রয়েছে। এই প্রসেসর 2.2Ghz ক্লক স্পীডে কাজ করে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনটি 8GB extended RAM সাপোর্ট করে। এর সাহায্যে ফোনটিতে 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
  • ব্যাটারি: Vivo Y36 5G ফোনে 5000mAh ব্যাটারি এবং 44 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল বোকে লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর রয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম 5G, ব্লুটুথ, ওয়াইফাই, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আইপি54 রেটিঙের মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।
  • ওএস: ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফ্যান টাচ ওএস 13 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here