সম্প্রতি Vivo চীনে তাদের Y300 Pro ফোনটি লঞ্চ করেছিল। এবার ব্র্যান্ডের পক্ষ থেকে Vivo Y37 Pro নামে আরেকটি বাজেট ফোন পেশ করা হয়েছে। এই ফোনে Qualcomm Snapdragon 4 Gen 2 চিপসেট, 6000mAh ব্যাটারি, 8GB RAM এবং 50MP রেয়ার ক্যামেরার মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y37 Pro ফোনটি সম্পর্কে।
Vivo Y37 Pro ফোনের স্পেসিফিকেশন
- 6.68 ইঞ্চির HD+ ডিসপ্লে
- স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর
- 8GB RAM + 256GB স্টোরেজ
- 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা
- 6,000mAh ব্যাটারি
- 44W ফাস্ট চার্জিং
- IP64 রেটিং
ডিসপ্লে: Vivo Y37 Pro ফোনে 6.68 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট এবং 1,000 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনে 2.2GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর যোগ করা হয়েছে।
স্টোরেজ: ডেটা সেভ করার জন্য Vivo Y37 Pro ফোনে 8GB RAM এবং 256GB স্টোরেজ রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50MP প্রাইমারি এবং 2MP ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y37 Pro ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করলে দুই দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে।
অন্যান্য: এই ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সুন্দর অডিও আউটপুটের জন্য স্টেরিও স্পিকার যোগ করা হয়েছে। এছাড়াও জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে।
Vivo Y37 Pro ফোনের দাম
- Vivo Y37 Pro ফোনটি চীনে 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ সিঙ্গেল স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।
- এই ফোনের দাম NY 1,799 অর্থাৎ প্রায় 21,000 টাকা রাখা হয়েছে।
- চীনে এই ফোনটি পিঙ্ক, গ্রীন এবং ব্ল্যাক কালারে পেশ করা হয়েছে।