গতকাল ভিভো ভারতীয় বাজারে তাদের ‘Y’ সিরিজের অধীনে নতুন Vivo Y400 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এটি সম্প্রতি লঞ্চ হওয়া Vivo Y400 Pro 5G স্মার্টফোনের ভ্যানিলা মডেল, যা এআই ফিচার সহ লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y400 5G স্মার্টফোনের 8GB RAM, 32MP ফ্রন্ট ক্যামেরা এবং 6,000mAh ব্যাটারি ডিটেইলস সম্পর্কে।
Vivo Y400 5G এর দাম
- 8GB RAM + 128GB স্টোরেজ – 21,999 টাকা
- 8GB RAM + 256GB স্টোরেজ – 23,999 টাকা
ভারতের বাজারে Vivo Y400 5G স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটির দাম 128GB স্টোরেজ সহ 21,999 টাকা এবং 256GB স্টোরেজ সহ 23,999 টাকা রাখা হয়েছে। আগামী 7 আগস্ট থেকে Olive Green ও Glam White এর মতো কালার অপশনে স্মার্টফোনটি সেল করা হবে। ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে স্মার্টফোনটি 10 শতাংশ ডিসকাউন্ট সহ কেনা যাবে।
Vivo Y400 5G এর স্পেসিফিকেশন
- 6.67″ FHD+ AMOLED Display
- Qualcomm Snapdragon 4 Gen 2
- 8GB RAM + 256GB Storage
- 8GB Extended RAM
- 50MP Dual Rear Camera
- 32MP Selfie Camera
- 90W Flash Charge
- 6,000mAh Battery
ডিসপ্লে
Vivo Y400 5G স্মার্টফোনটিতে 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ই4 এমোলেড প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল ডিসপ্লেয়েতে 120Hz রিফ্রেশ রেট এবং 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন রয়েছে।
প্রসেসর
Vivo Y400 5G স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Funtouch OS 15 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 1.95GHz থেকে 2.2GHz ক্লক স্পীডে কাজ করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটিতে 50 মাসের স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
স্টোরেজ
ভারতের বাজারে নতুন স্মার্টফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, এর ফলে 8GB ফিজিক্যাল RAM এবং 8GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB RAM (8GB+8GB) এর পারফরমেন্স পাওয়া যায়। এই স্মার্টফোনটি 128GB এবং 256GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে LPDDR4X RAM + UFS 3.1 Storage সাপোর্ট করে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Vivo Y400 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন সহ 50 মেগাপিক্সেল IMX852 ওআইএস সেন্সর এবং 2 মেগাপিক্সেল Bokeh লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে। সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে শক্তিশালী 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 90 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ব্যাটারি একবার ফুল চার্জ করার পর 61 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম উপভোগ করা যাবে। স্মার্টফোনটিতে Smart Charging Engine 2.0 ও Bypass Charging ফিচার সাপোর্ট করে।
ওয়াটারপ্রুফ স্মার্টফোন
এই স্মার্টফোনের Underwater Camera ফিচারের জন্য জলের ভিতরেও ফটো তোলা বা ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP68 + IP69 রেটিং রয়েছে। Vivo Y400 স্মার্টফোনটি 3 লেয়ার ওয়াটারপ্রুফ ফ্রেম ডিজাইন দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 30 মিনিট পর্যন্ত 6 মিটার জলের ভিতরেও সুরক্ষিত থাকবে।
অন্যান্য ফিচার
এই স্মার্টফোনটিতে Vivo AI Phone ফিচার রয়েছে, যেমন এআই ট্রান্সক্রিপ্ট, এআই স্ক্রিন ট্রান্সলেশন, এআই ডকুমেন্টস এবং লিঙ্ক টু উইন্ডো সহ AI ইমেজিং স্টুডিও, AI Erase 2.0 এবং সার্কেল টু সার্চের মতো ফিচার পাওয়া যায়। অন্যদিকে কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ সহ OTG এর মতো ফিচার সাপোর্ট করে।
Vivo Y400 Pro 5G এর দাম এবং স্পেসিফিকেশন
- 6.77″ Dual 3D Curved Display
- MediaTek Dimensity 7300
- 8GB RAM + 256GB Storage
- 50MP Dual Rear Camera
- 32MP Selfie Camera
- 5,500mAh Battery
- 90W Fast Charging
দাম: এই ফোনটি 8GB RAM সহ পেশ করা হয়েছে। ফোনটির 128GB স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা এবং 256GB মেমরি ভেরিয়েন্টের দাম 26,999 টাকা রাখা হয়েছে। এই দুটি মডেলই অনলাইন এবং অফলাইন বাজারের মাধ্যমে সেল করা হবে।
ডিসপ্লে: Vivo Y400 Pro স্মার্টফোনটিতে 22392 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির ফুলএইচডি+ ডুয়েল 3ডি কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লেয়েতে 120Hz রিফ্রেশ রেট, 300Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 4500nits ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: Vivo Y400 Pro স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Funtouch OS 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
স্টোরেজ: Vivo Y400 Pro স্মার্টফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, এর ফলে ফিজিক্যাল RAM এবং 8GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB RAM (8GB+8GB) এর পারফরমেন্স পাওয়া যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo Y400 Pro স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ এবং এফ/1.79 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেল Bokeh লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে শক্তিশালী 5,500এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য Smart Charging Engine 2.0 ফিচার সহ 90 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
অন্যান্য ফিচার: এই স্মার্টফোনটি এআই ফিচার সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে AI SuperLink ফিচার রয়েছে, যা সিগন্যাল কভারেজ 30% পর্যন্ত এবং সিগন্যাল স্ট্রেন্থ 45% পর্যন্ত বাড়াতে সক্ষম। স্মার্টফোনের ব্যাক ক্যামেরা সেটআপে 6 টি ডিফারেন্ট কালারের Dynamic Light লাগানো হয়েছে। এতে অডিও বুস্টার ফিচার সহ ডুয়েল স্টেরিও স্পিকার যোগ করা হয়েছে।













