শীঘ্রই Vivo তাদের Y-সিরিজের অধীনে নতুন Vivo Y50 5G এবং Vivo Y50m 5G ফোনদুটি লঞ্চ করা হতে পারে। China Telecom ওয়েবসাইটে ফোনদুটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, ডিজাইন এবং সেল ডিটেইলস সম্পর্কে জানা গেছে। জানিয়ে রাখি ফোনগুলিতে প্রায় একইরকম স্পেসিফিকেশন যোগ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo Y50 5G এবং Vivo Y50m 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।
Vivo Y50 5G এবং Y50m 5G এর স্পেসিফিকেশন
চীনের টেলিকম সাইটে Vivo Y50 5G ফোনটি V2443A মডেল নাম্বার এবং Vivo Y50m 5G ফোনটি V2443BA মডেল নাম্বার সহ দেখা গেছে।
- ডিসপ্লে: ফোনদুটিতে 6.74 ইঞ্চির বড় ডিসপ্লে দেওয়া হতে পারে। এই Vivo Y50m 5G ফোনের স্ক্রিনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে।
- প্রসেসর: লিস্টিং অনুযায়ী ফোনদুটিতে MediaTek Dimensity 6300 (MT6835T) প্রসেসর দেওয়া হবে। তবে ফোনদুটি Android 15 সহ লঞ্চ করা হতে পারে।
- RAM ও স্টোরেজ: ফোনদুটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এতে 4GB RAM+128GB স্টোরেজ, 6GB RAM+128GB স্টোরেজ, 8GB RAM+256GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ রয়েছে।
- ক্যামেরা: Vivo Y50 5G এবং Vivo Y50m 5G ফোনদুটিতে 13MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে 5MP সেলফি ক্যামেরা যোগ করা হবে।
- ব্যাটারি এবং চার্জিং: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনদুটিতে 6000mAh বড় ব্যাটারি এবং USB Type-C চার্জিং ফিচার দেওয়া হবে।
Vivo Y50 5G এবং Y50m 5G এর ডিজাইন
Vivo Y50 5G এবং Vivo Y50m 5G ফোনদুটিতে ফ্ল্যাট ডিসপ্লে, ফ্ল্যাট ব্যাক এবং সাইড প্যানেল থাকবে। ফোনের ফ্রন্টে অত্যন্ত পাতলা বেজাল সহ ওয়াটারড্রপ নচ স্ক্রিন দেওয়া হবে। ব্যাক প্যানেলের উপরের বাঁদিকে ভার্টিক্যালি রেক্টেঙ্গুলার ক্যামেরা মডিউল রয়েছে। এই মডিউলে দুটি ক্যামেরা সেন্সর, একটি LED লাইট রিং এবং দুটি আলাদা আলাদা LED ফ্ল্যাশ যোগ করা হবে। তবে ব্যাক প্যানেলে ভার্টিক্যাল ফার্মে Vivo ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। ফোনের বাঁদিকে ডুয়েল সিম কার্ড স্লট এবং ডানদিকে ভলিউম রকার ও পাওয়া বাটন রয়েছে। এছাড়া Vivo Y50m 5G ফোনের সাইজ 167.30 x 76.95 x 8.19mm এবং ওজন 204 গ্রাম হবে বলে জানা গেছে।
Vivo Y50 5G এবং Y50m 5G এর সম্ভাব্য লঞ্চ ডেট ও দাম
চীনের টেলিকম ওয়েবসাইট অনুযায়ী খুব তাড়াতাড়ি Vivo Y50 5G এবং Y50m 5G ফোনদুটি বাজারে পেশ করা হতে পারে। এই ফোনগুলি Platinum, Azure এবং Diamond Black এর মতো তিনটি কালার অপশনে CNY 1299 (প্রায় 15,000 টাকা) দামে পেশ করা হতে পারে।









