চীনের স্মার্টফোন কোম্পানি ভিভো ভারতে তাদের ‘ভিভো ওয়াই’ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে Vivo Y50 লঞ্চ করে দিয়েছে। আমরা কিছু দিন আগে এক্সক্লুসিভ জানিয়েছিলাম যে ভিভো এই মাসেই তাদের Vivo Y50 ফোনটি লঞ্চ করতে পারে। কোম্পানি তাদের ফোনটি লঞ্চ করে আরও একবার আমাদের খবর সত্য প্রমাণ করে দিল। প্রসঙ্গত জানিয়ে রাখি এই ফোনটি চীনে আগেই লঞ্চ করা হয়েছে। এছাড়াও কোম্পানি এই মাসেই এই সিরিজের আরেকটি নতুন ফোন Vivo Y30 লঞ্চ করবে।
ভারতে Vivo Y50 ফোনটি 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্টে সেল করা হবে। তবে চীনে ফোনটি 6 জিবি র্যাম ভেরিয়েন্টেও পেশ করা হয়েছে। এই ফোনটি আগামী 10 জুন থেকে সেল করা হবে। Vivo Y50 তে 5,000 এমএএইচের শক্তিশালী ব্যাটারী ও এফ এইচডি+ ফুল ভিউ ডিসপ্লে আছে। এছাড়া এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 চিপসেটে রান করে।
দাম
কোম্পানি ভারতে তাদের Vivo Y50 ফোনটি 17,990 টাকা দামে সেল করেছে। এই দামে ফোনটির 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট সেল করা হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি গত এপ্রিল মাসে কম্বোডিয়াতে Vivo Y50 ফোনটি 249 ডলার অর্থাৎ প্রায় 19,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ফোনটি ভারতে ভিভো ইন্ডিয়া ই-স্টোর, আমাজন ইন্ডিয়া, ফ্লিপকার্ট, পেটিএম, টাটা ক্লিক এবং অফলাইন স্টোরে আগামী 10 জুন থেকে সেল করা হবে। তবে লঞ্চের বেশ কিছু দিন আগেই ফোনটি ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে লক্ষ্য করা গিয়েছিল।
স্পেসিফিকেশন
কোম্পানি তাদের Vivo Y50 ফোনটিতে 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.53 ইঞ্চির আল্ট্রা ও স্ক্রিন এবং ফুল এইচডি+ ডিসপ্লে দিয়েছে। এছাড়াও এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 চিপসেটে রান করে এবং এতে 8 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির জন্য ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ক্যাপচার করতে সক্ষম 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল শুটার, 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং 2 মেগাপিক্সেলের ফোকাল লেন্থযুক্ত ম্যাক্রো লেন্স আছে। একইভাবে সেলফির জন্য এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y50 তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন