ভোডাফোনের 159 টাকা, এয়ারটেলের 149 টাকা নাকি জিওর 149 টাকা, জেনে নিন কোন প্ল‍্যানটি আপনার জন্য বেস্ট

কম দামে বেশি বেনিফিট দেওয়ার দৌড়ে টিকে থাকার জন্য সব টেলিকম কোম্পানি প্রতি সপ্তাহে কোনো না কোনো নতুন প্ল‍্যান বা অফার পেশ করছে। দেশের অন‍্যতম বড় টেলিকম কোম্পানি এয়ারটেল ও রিলায়েন্স জিও তাদের গ্ৰাহকদের জন্য 149 টাকার প্ল‍্যান পেশ করেছে যা এক মাসের জন্য প্রচুর ডেটা ও কলিং বেনিফিট দেয়। এয়ারটেল ও রিলায়েন্স জিওর এই প্ল‍্যানকে টক্কর দিতে ভোডাফোন 159 টাকার নতুন প্ল‍্যান পেশ করেছে। নিচে আমরা তিনটি প্ল‍্যানের মধ্যে তুলনা করেছি। জেনে নিন কোন প্ল‍্যানটি আপনার জন্য বেস্ট।

ভোডাফোনের 159 টাকার প্ল‍্যান

ভোডাফোনের এই নতুন প্ল‍্যানটি 28 দিনের জন্য একটি প্রিপেইড প্ল‍্যান। এই প্ল‍্যানে ইউজারদের প্রতিদিন 1 জিবি করে ইন্টারনেট ডেটা দেওয়া হয় যা 3জি বা 4জি স্পীডে কাজ করে। ভোডাফোন ইউজারদের 159 টাকার প্ল‍্যান রিচার্জ করলে 28 দিনের জন্য আনলিমিটেড ন‍্যাশানাল ভয়েস কলের সুবিধা দেওয়া হবে যা রোমিঙেও কাজ করবে। এই ভয়েস কল প্রতিদিন অধিকতম 250 মিনিট বা প্রতি সপ্তাহে অধিকতম 1000 মিনিটের এফ‌ইউপি লিমিটের সঙ্গে পাওয়া যাবে। এছাড়া 28 দিনের জন্য প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এসের সুবিধা কোম্পানির তরফ থেকে বিনামূল্যে পাওয়া যাবে।

এয়ারটেলের 149 টাকার প্ল‍্যান

এয়ারটেলের এই প্ল‍্যানটিও 28 দিনের বৈধতার সঙ্গে পাওয়া যায়। ভোডাফোনের প্ল‍্যানের মতোই এই প্ল‍্যানেও প্রতিদিন 1 জিবি করে ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। এই ডেটার ব‍্যবহার 3জি বা 4জি যে কোনো নেট‌ওয়ার্কে করা যাবে। এক‌ই ভাবে 28 দিন পর্যন্ত প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যাবে। এয়ারটেল তার গ্ৰাহকদের 28 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল সম্পূর্ণ ফ্রিদেয়। এয়ারটেলের এই প্ল‍্যানে কোনো এফ‌ইউপি লিমিট নেই অর্থাৎ গ্ৰাহক প্রতিদিন যত ইচ্ছা কল করতে পারবেন।

জিওর 149 টাকার প্ল‍্যান

রিলায়েন্স জিওর 149 টাকার প্ল‍্যানটি 28 দিনের জন্য বৈধ। জিও তার ইউজারদের প্রতিদিন 1.5 জিবি করে ইন্টারনেট ডেটা দিচ্ছে। অর্থাৎ এই প্ল‍্যানের ডেটার পরিমাণ এয়ারটেল ও ভোডাফোনের ডেটার চেয়ে বেশি। তবে এই ডেটা শুধুমাত্র 4জি নেটওয়ার্কে পাওয়া যাবে। জিও এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস ও কোনো এফ‌ইউপি লিমিট ছাড়া আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here