এসে গেছে Vi 5G প্রিপেইড প্ল্যান, জেনে নিন দাম এবং বেনিফিট

এয়ারটেল এবং রিলায়েন্স জিওর 5জি পরিষেবা চালু করার পর সম্প্রতি Vodafone Idea তাদের ওয়েবসাইটে দুটি শহরে 5G সার্ভিস চালু করার কথা ঘোষণা করেছিল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এবার Vodafone Idea তাদের 5G Recharge Plans সম্পর্কে জানিয়ে দিয়েছে। Vi তাদের ইউজারদের কোন প্ল্যান রিচার্জ করলে 5জি স্পীডে ডেটা দেবে এবং বর্তমানে কোন কোন লকেশ্নে Vi 5G সার্ভিস উপভোগ করা যাবে সেই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।

Vi 5G Prepaid Plans

ভোডাফোন আইডিয়া প্রিপেইড ইউজারদের কোম্পানির 5জি স্পীডে ইন্টারনেট ডেটা উপভোগের জন্য Vi 475 Plan রিচার্জ করতে হবে।

Vi 5G Postpaid Plans

ভিআই কোম্পানির পোস্টপেইড ইউজারদের 5জি সার্ভিসের জন্য REDX 1101 Plan রিচার্জ করতে হবে। বর্তমানে শুধুমাত্র দিল্লি বা মহারাষ্ট্রে রেজিস্টার করা ইউজাররাই 5জি সার্ভিস উপভোগ করতে পারবেন।

Vi 4G সিমে পাওয়া যাবে 5G সার্ভিস

জিও এবং এয়ারটেলের মতোই ভোডাফোন আইডিয়াও জানিয়ে দিয়েছে কোম্পানির ইউজারদের 5G সার্ভিস উপভোগের জন্য নতুন সিম নেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ 4জি সিমেই 5G সার্ভিস পাওয়া যাবে।

এইসব লকেশ্নে শুরু হয়েছে Vi 5G সার্ভিস

সম্প্রতি ওয়েবসাইটের ফুটার সেকশনে বলা হয়েছে পুনে এবং সিল্লিতে কিছু সিলেক্টেড সার্কেলে 5জি লাইভ করার পর ভারতে ভিআই 5জি নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স করার জন্য প্রস্তত হয়ে যান। ওয়েবসাইট অনুযায়ী, ইউজাররা 5G রেডি সিমের মাধ্যমে হাই স্পীড ইন্টারনেট ডেটা উপভোগ করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here