এই কোম্পানির ইউজারদের জন্য সুখবর, ডিজনি প্লাস হটস্টার সহ পাওয়া যাচ্ছে 8GB ডেটা

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম কোম্পানি Vodafone idea এর ইউজারদের জন্য সুখবর আছে। Vi একটি নতুন সস্তা প্ল্যান পেশ করেছে। এই নতুন প্ল্যানে একটি OTT প্ল্যানের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে বিনা খরচে OTT অ্যাপ উপভোগ করতে পারবেন। নিচে Vi এর এই নতুন প্রিপেইড প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত জানানো হল।

Vi এর নতুন প্ল্যান

কোম্পানি তাদের ইউজারদের জন্য 169 টাকা দামের নতুন প্ল্যান লঞ্চ করেছে। এই নতুন প্রিপেইড প্ল্যানে 28 দিনের বদলে 30 দিন ভ্যালিডিটি পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে নিশ্চিন্তে এক মাস সমস্ত সার্ভিস উপভোগ করা যায়। এই প্ল্যানের সমস্ত বেনিফিট সম্পর্কে নিচে জানানো হল।

Vi এর নতুন 169 টাকা দামের প্ল্যানের বেনিফিট

  • এই নতুন প্ল্যানে কোম্পানি গ্রাহকদের মোট 8GB ডেটা দেয়। কোনো ডেইলি লিমিট ছাড়াই এই ডেটা উপভোগ করা যায়।
  • এই ডেটা ইউজাররা 30 দিন ধরে ব্যাবহার করতে পারেন বা একদিনেই খরচ করতে পারেন।
  • এটি একটি এন্টারটেইনমেন্ট প্ল্যান, এতে কোম্পানি তাদের গ্রাহকদের ডিজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন দিচ্ছে।
  • ইউজাররা 90 ফিন পর্যন্ত ডিজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন।

পাওয়া যাবে না এই বেনিফিট

জানিয়ে রাখি এই প্ল্যানে কোনো কলিং বেনিফিট পাওয়া যায় না। তাই ইউজারদের কল করার জন্য কোম্পানির কোনো বেসিক প্ল্যান কিনতে হবেন। এর পাশাপাশি এই প্ল্যানে কোনো ফ্রি এসএমএসও পাওয়া যাবে না।

যারা কল করার জন্য একটি প্ল্যানের খোঁজ করছেন তাদের জন্য কোম্পানির 155 টাকা দামের প্ল্যানটি বেশ উল্লেখযোগ্য। এই প্ল্যানে কোম্পানির পক্ষ থেকে 24 দিন ভ্যালিডিটি দেওয়া হয়।

ভারতে Vodafone Idea 5G লঞ্চ প্ল্যান

  • Vi তাদের 3G সার্ভিস বন্ধ এবং 4G কভারেজ আরও উন্নত করার জন্য ব্যান্ডউইথ ব্যাবহার করার পরিকল্পনা করছে।
  • কোম্পানির সিইও অক্ষয় মুন্দরা কিছু আগে জানিয়েছিলেন কোম্পানি তাদের সার্ভিস চালু করার আগে 5জি মনিটাইজেশন সম্পর্কে নিশ্চিত হতে চায়।
  • অক্ষয় মুন্দরা গত মঙ্গলবার বিনিয়োগকারীদের জানিয়েছিলেন, কোম্পানি তাদের 5জি সার্ভিস রোলআউট করার জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রি পার্টনারদের সঙ্গে কথাবার্তা বলছে।
  • কোম্পানি নতুন vRAN টেকনোলজি এবং ওপেন RAN চালু করার বিষয়ে কথা বলছে।
  • তিনি আরও জানিয়েছেন বর্তমানে ভিআই দেশের একমাত্র পিছিয়ে পড়া এবং ক্ষতির বোঝা বহনকারী প্রাইভেট টেলিকম কোম্পানি।
  • তবে তিনি তিনি ভিআই এর দীর্ঘদিন ধরে জমে থাকা ফান্ডিং সম্পর্কে কোনো মন্তব্য করেননি। জানিয়ে রাখি দেশে কোম্পানির সার্ভিস বাড়ানোর জন্য সরকার এবং অন্যান্য সংস্থার বাকি মেটানো আবশ্যক।

2024 সালের শেষের দিকে লাইভ হতে পারে Vi 5G

2024 সালের Vi শেষের দিকে তাদের 5G লাইভ করতে পারে বলে আশা করা হচ্ছে। কোম্পানি আন্ধ্র প্রদেশ, বিহার, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, মুম্বাই, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানার মতো 17টি সার্কেলে 5G স্পেকট্রাম পেয়ে গেছে। কর্ণাটক, কেরল, কোলকাতা, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তর প্রদেশ (পূর্ব), উত্তর প্রদেশ (পশ্চিম), পশ্চিমবঙ্গ, মুম্বই এবং পুণেতে কোম্পানির অনেক গ্রাহক ইতিমধ্যে Vi 5G নেটওয়ার্ক পেতে শুরু করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here