অতিরিক্ত খরচের জন্য হয়ে যান প্রস্তুত, বাড়তে পারে Vodafone Idea এর প্ল‍্যানের দাম

কম দামে ডেটা ও কল ব‍্যবহারকারী ইউজারদের জন্য আরেকটি খারাপ খবর শোনা যাচ্ছে। কয়েক দিন আগে একটি রিপোর্ট থেকে জানা গিয়েছিল মোবাইল ইউজারদের জন্য টেলিকম সার্ভিসের খরচ কমপক্ষে 10 শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এরপর এয়ারটেলের পক্ষ থেকেও তাদের ডেটা প্ল‍্যানের দাম বাড়ানোর আভাস দেওয়া হয়। এবার ভোডাফোন আইডিয়ার সংকেত দেখে সত‍্যিই মনে হচ্ছে ভারতীয় টেলিকম জগতে আবার হয়তো মিসড কলের দিন ফিরে আসতে চলেছে।

আরও পড়ুন: 9,999 টাকা দামে লঞ্চ হল 6GB RAM, 5200mAh ও কোয়াড ক‍্যামেরাযুক্ত সস্তা স্মার্টফোন

কুমার মঙ্গলম বিড়লা দিলেন আভাস

ভোডাফোন আইডিয়া (Vi) এর বার্ষিক সাধারণ সভা (AGM) এর মঞ্চে দাঁড়িয়ে কোম্পানির ডাইরেক্টর কুমার মঙ্গলম বিড়লা আভাস দিয়েছেন যে ভোডাফোন আইডিয়া খুব তাড়াতাড়ি ভারতে তাদের প্রিপেইড ও পোস্টপেইড ট‍্যারিফ প্ল‍্যানের দাম বাড়াতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে বাড়ানো ট‍্যারিফের সাহায্যে ভবিষ্যতে ভারতের টেলিকম সেক্টরের উন্নতি করা হতে পারে। আরও বলা হয় গত ডিসেম্বরের ট‍্যারিফের দাম বৃদ্ধি এর জন্য যথেষ্ট ছিল না। টেলিকমটকের রিপোর্ট থেকে এই কথা জানা গেছে।

বাকি আছে AGR

ভোডাফোন আইডিয়া শীঘ্রই ডেবিউ ও ইকুইটির মাধ্যমে 25,000 কোটি টাকা জোগাড় করতে চাইছে। এছাড়াও কোম্পানির ওপর 50,000 কোটি টাকার এজিআর বাকি পড়ে আছে। এই মাসেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে রায় দেওয়া হয়েছে যে, আগামী দশটি অর্থনৈতিক বছরের মধ্যেই সমস্ত বকেয়া এজিআর মেটাতে হবে। আগামী আর্থিক বছর থেকে এর সূচনা হবে এবং কোম্পানিগুলিকে 10 শতাংশ বাকি প্রথম বছরই দিতে হবে।

আরও পড়ুন: Samsung এর টপ 5 স্মার্টফোন, যেগুলির দাম 10000 টাকারও কম

ডিসেম্বরের মধ্যে বাড়তে পারে দাম

এন্টারপ্রেনিওর এবং টিএমটি অ্যাডভাইজার সঞ্জয় কপুরের কথা অনুযায়ী প্রত‍্যেক সার্ভিস প্রোভাইডারের তাদের ডেটা ইউসেজের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করার জন্য কমপক্ষে ইউজার প্রতি 3-4 ডলার গড় রেভেনিউ বাড়াতে হবে। আর তাই আগামী কোয়ার্টারের মধ‍্যেই সমস্ত কোম্পানির প্ল‍্যানের দাম বাড়বে বলে মনে করা হচ্ছে।

কোন কোম্পানির কত বাকি?

সব কোম্পানি মিলিয়ে মোট বাকি অর্থের পরিমাণ 1.69 লক্ষ কোটি টাকা। অথচ এখনও পর্যন্ত 15টি টেলিকম কোম্পানি মিলে মাত্র 30,254 কোটি টাকা মিটিয়েছে। এখনও এয়ারটেলের প্রায় 25,976 কোটি টাকা, ভোডাফোন আইডিয়ার 50,399 কোটি টাকা এবং টাটা টেলিসার্ভিসের 16,798 টাকা বাকি আছে। জিওর বাকি ছিল 195 কোটি টাকা কিন্তু পুরোটাই মেটানো হয়ে গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here