Vodafone Idea-এর মাত্র 99 টাকার প্ল্যানে পাওয়া যাবে 28 দিন ভ্যালিডিটি, জেনে নিন বিস্তারিত

Highlights

  • Vodafone Idea পেশ করেছে 99 টাকার রিচার্জ প্ল্যান।
  • ভ্যালিডিটির পাশাপাশি এই প্ল্যানে কলিং মিনিট এবং ডেটা বেনিফিটও পাওয়া যায়।
  • লোকাল এবং ন্যাশানাল কলের জন্য এই প্ল্যানে 2.5 পয়সা প্রতি সেকেন্ডের দরে চার্জ করা হয়।

Reliance Jio এবং Airtel এর কপালে চিন্তার ভাঁজ ফেলে Vodafone Idea নতুন এন্ট্রি লেভেল প্ল্যান পেশ করেছে। এই প্ল্যানটির দাম এবং তার সঙ্গে অসাধারণ বেনিফিট দেখে জিও এবং এয়ারটেল ইউজারদেরও আফসোস হতে পারে। VI এর পেশ করা এই নতুন সস্তা প্ল্যানের দাম মাত্র 99 টাকা। এই প্ল্যানে ডেটা এবং কলিঙের সঙ্গে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। নিচে এই প্ল্যানের সমস্ত বেনিফিট সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: Airtel ইউজারদের জন্য সুখবর, এই প্ল্যানে 28 নয়, বরং পাওয়া যায় পুরো 1 মাসের ভ্যালিডিটি

Vodafone Idea এর 99 টাকা দামের প্ল্যান

Vodafone Idea এর 99 টাকা দামের প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। অর্থাৎ যেসব ইউজাররা শুধুমাত্র নিজেদের নাম্বার অ্যাক্টিভ রাখতে চান তাদের জন্য এটি একটি সেরা অপশন হতে চলেছে। ভ্যালিডিটি ছাড়াও এই প্ল্যানে পুরো 28 দিনের জন্য 200MB ডেটা পাওয়া যায়।

এই প্ল্যানটি রিচার্জ করলে 99 টাকার টকটাইম পাওয়া যায়। এই প্ল্যানে ইউজারদের লোকাল এবং ন্যাশানাল কলের জন্য প্রতি সেকেন্ডে 2.5 পয়সা করে দাম দিতে হয়। এই প্ল্যানে কোনো ফ্রি এসএমএস পাওয়া যায় না, টাই এর জন্য স্ট্যান্ডার্ড চার্জ ধার্য করা হয়। আরও পড়ুন: লঞ্চের আগেই জেনে নিন Vivo V27 এবং Vivo V27 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার, বড় ধামাকার জন্য প্রস্তুত Vivo

লড়ে চলেছে Vi

বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের বাজারে জিও এবং এয়ারটেল একদিকে তাদের 5G সার্ভিস শুরু করে বেশ কিছু শহরে এর কভারেজ ছড়াতেও শুরু করে দিয়েছে, অন্যদিকে ভোডাফোন আইডিয়া 5G পরিষেবা চালু করতে না পারার জন্য বিপুল সংখ্যক গ্রাহক হারাতে পারে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যেই Vi তাদের বেশিরভাগ ইউজার হারিয়ে বসবে। অন্য কিছু রিপোর্টের তথ্য অনুযায়ী আগামী দুই মাসের মধ্যে যদি Vi তাদের জন্য বিনিয়োগকারীদের থেকে পুঁজি না পায় তবে হয়ত কোম্পানিকে ভারত থেকে তাদের ব্যাবসা গোটাতে হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here