মাত্র কয়েক মিনিটের মধ্যেই ফোনে ডাউনলোড করা যায় Voter id কার্ড, জেনে নিন পদ্ধতি

আধার কার্ডের মতোই আপনার ভোটার আইডি কার্ড ব্যবহার করেও বহু সরকারি ও বেসরকারি কাজ খুব সহজেই মিটিয়ে নেওয়া যায়। ভোট দেওয়া ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে এই কার্ড যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় কাছে ভোটার আইডি কার্ডের হার্ড কপি না থাকায় সমস‍্যার মুখে পড়তে হয়। এই সমস‍্যার সমাধান করার জন্যই গোটা দেশে ইলেকট্রিক ইলেকটোরাল ফোটো আইডি কার্ডের সুবিধা চালু করা হয়েছে। এই পরিষেবা চালু হ‌ওয়ার পর আপনি আপনার ভোটার কার্ড ভারতের নির্বাচন কমিশনের সাইট থেকে ডাউনলোড করতে পারবেন। গত সোমবার অর্থাৎ 25 জানুয়ারি ‘জাতীয় ভোটার দিবস’ উপলক্ষে এই পরিষেবার সূচনা করা হয়েছে।

E-EPIC আসলে ইপিআইসির একটি সুরক্ষিত পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (PDF) ভার্সন যা মোবাইল বা কম্পিউটারে নিজে প্রিন্ট করার জন্য ডাউনলোড করা যায়। একজন ভোটার তাঁর ফোনে এই কার্ড সেভ করে রাখতে পারেন বা ডিজি লকারে পিডিএফ হিসেবে আপলোড করতে পারেন।

কিভাবে Voter id ডাউনলোড করবেন?

– প্রথমে ইলেকশন কমিশনের ওয়েবসাইট https://voterportal.eci.gov.in এ যান।

– এরপর ভোটার সেবা পোর্টাল (NVSP) এর লগইন পেজ https://www.nvsp.in/Account/Login এ যেতে হবে।

– এখানে লগইন করার জন্য অ্যাকাউন্ট থাকা প্রয়োজন।

– আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তবে চিন্তা করবেন না, মোবাইল নাম্বার বা ইমেইল আইডি দিয়ে খুব সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়।

– অ্যাকাউন্ট তৈরির পর কিছু ডিটেইলস দিয়ে লগইন করতে হবে।

– লগইন করার পর E-EPIC ডাউনলোড করার অপশন দেখা যাবে।

– ডাউনলোড অপশনে ক্লিক করলেই PDF ফাইল ডাউনলোড হয়ে যাবে।

তবে জানিয়ে রাখি নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুধুমাত্র দুটি ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হচ্ছে। প্রথমতঃ যারা নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেছেন তারা 25 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে ডাউনলোড করতে পারবেন এবং দ্বিতীয়ত যাদের ফোন নাম্বার ইলেকশন কমিশনের কাছে রেজিস্টার করা আছে তারা ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here