হোয়াটস‌অ্যাপ থেকে করা যাবে গ্ৰুপ ভিডিও কল, একসঙ্গে করা যাবে 4 জনের সঙ্গে ভিডিও চ‍্যাট, জেনে নিন সম্পূর্ণ প্রসেস

আজ ভারতের প্রায় সমস্ত স্মার্টফোনেই হোয়াটস‌অ্যাপ চলে। প্রায় সব মানুষ তাদের বন্ধু-বান্ধব ও আত্মীয়দের সঙ্গে হোয়াটস‌অ্যাপ মারফত চ‍্যাট করে থাকে। মনোরঞ্জনের সঙ্গে সঙ্গে অ্যাপটি আজকাল অফিসিয়াল কাজেও ব‍্যবহৃত হয়ে থাকে। টেক্সট ম‍্যাসেজ ও ভয়েস ম‍্যাসেজ থেকে শুরু করে আজ হোয়াটস‌অ্যাপ ইউজাররা ভিডিও কলের ব‍্যবহারেও অভ‍্যস্ত হয়ে উঠেছে। কমবয়সী তরুণ-তরুণীদের সঙ্গে গৃহবধূরাও দূরে থাকা আত্মীয়দের সঙ্গে ভিডিও কলে মেতে উঠেছে। স্মার্টফোন ইউজাররা হোয়াটস‌অ্যাপ যত পছন্দ করে হোয়াটস‌অ্যাপ‌ও নিজের ইউজারদের ততটাই খেয়াল রাখে। বেশ কিছু অসাধারণ ফিচার আনার পর হোয়াটস‌অ্যাপ দেশে নতুন ফিচার সেল‌আউট করা হয়েছে যার সাহায্যে এক সঙ্গে 4 জনের সঙ্গে ভিডিও চ‍্যাট করা যাবে।

আজ ভারতে হোয়াটস‌অ্যাপের পক্ষ থেকে গ্ৰুপ ভিডিও কলের ফিচার সেল‌আউট করা হয়েছে। এখনও পর্যন্ত একবারে এক জন ব‍্যাক্তির সঙ্গে ভিডিও কল করা যেত, এখন এই নতুন ফিচারে এক সঙ্গে 4 জনের সঙ্গে গ্ৰুপ ভিডিও কল করা যাবে। এই আপডেট আজ থেকে পুরো দেশে জারি করা হয়েছে। কোম্পানি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও অ্যাপেল আইওএস উভয়ের জন্য পেশ করা হয়েছে যা আগামী কিছু দিনের মধ্যে সব সার্কেলে উপলব্ধ হয়ে যাবে।

হোয়াটস‌অ্যাপের এই নতুন ফিচারের সাহায‍্যে গ্ৰুপ ভিডিও কলের সঙ্গে গ্ৰুপ ভয়েস কল‌ও করা যাবে। অর্থাৎ এক সঙ্গে 4 জনের সঙ্গে কথাও বলা যাবে। হোয়াটস‌অ্যাপের এই নতুন ফিচারের জন্য কোনো দাম দিতে হবে না, আগের মতোই এই সার্ভিস গুলিও ইন্টারনেট ডেটার ওপর ভিত্তি করে চলবে।

কিভাবে করবেন গ্ৰুপ ভিডিও কল
1. হোয়াটস‌অ্যাপের এই সার্ভিসগুলি পেতে সবচেয়ে আগে অ্যাপ আপডেট করুন।

2. হোয়াটস‌অ্যাপ আপডেট হয়ে যাওয়ার পর যে 4 জনকে আপনি কল করতে চান তাদের মধ্যে যে একটি কন্ট‍্যাক্ট সিলেক্ট করুন।

3. ভিডিও কল শুরু হয়ে যাওয়ার পর যাকে কল করেছেন তার স্ক্রিনে ডানদিকে ওপরের কোণায় “অ্যাড মোর” অপশন দেখা যাবে।

4. অ্যাড মোরে ক্লিক করলে হোয়াটস‌অ্যাপ কন্ট‍্যাক্ট লিস্ট খুলে যাবে।

5. দ্বিতীয় যে ব‍্যাক্তিকে কল করতে চান তার নামে ক্লিক করলে সে ভিডিও কলে জুড়ে যাবে।

6. চতুর্থ ব‍্যাক্তিকে জুড়তে এক‌ই ভাবে অ্যাড মোর করে তাকে অ্যাড করতে হবে।

যে ব‍্যাক্তি প্রথম কল করেছিলেন শুধু তিনি নন, বরং কলে যুক্ত যে কোনো ব‍্যাক্তি অ্যাড মোর করতে পারেন। যখন এক এক করে ব‍্যাক্তিকে যোগ করা হবে ফোনের স্ক্রিন নিজের থেকে 4 ভাগে বিভক্ত হয়ে যাবে। কোনো ব‍্যাক্তি ভিডিও কল রিসিভ না করলে বাকিদের কল কোনোরকম অসুবিধা ছাড়াই চলতে থাকবে। যদি একজন একটি ভিডিও কলে থাকার সময় অন্য কেউ তাকে ভিডিও কল করে তবে সেই দ্বিতীয় ভিডিও কল রিসিভ করা যাবে না।

হোয়াটস‌অ্যাপ এই নতুন ফিচার আজ‌ই ভারতসহ সমগ্ৰ বিশ্বে সেল‌আউট করা হয়েছে। হতে পারে কোনো কারণে আপনার ফোনে এই আপডেট আসতে দু-একদিন দেরি হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here