WhatsApp PhonePe এবং Google Pay কে টক্কর দেওয়া‌র জন্য প্রস্তুতি নিচ্ছে, UPI পেমেন্টে পাওয়া যাবে 51 টাকার ক‍্যাশব‍্যাক

WhatsApp কয়েক মাস আগেই ভারতে UPI-আধারিত পেমেন্ট পরিষেবা পেশ করেছে। হোয়াটস‌অ্যাপে এক জন অন‍্যকে টাকা পাঠানোর এই ফিচারটি অনেকটাই সুবিধার কিন্তু হোয়াটস‌অ্যাপকে মার্কেটে আগে থেকেই থাকা ডিজিটাল পেমেন্ট অ্যাপ যেমন PayTM, PhonePe এবং Google Pay এর মাঝে নিজের জায়গা করে নিতে অনেকটাই খাটনি করতে হবে। এই অ্যাপ গুলির সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য হোয়াটস‌অ্যাপ ইউজারদের ক‍্যাশব‍্যাক দেওয়া শুরু করেছে। হোয়াটস‌অ্যাপের মাধ্যমে UPI পেমেন্ট করদে কোম্পানি ইউজারদের 51 টাকার ক‍্যাশব‍্যাক অফার করছে। এই রকম অফার প্রথম না। এর আগে গুগল পে এবং ফোনপে পেমেন্ট করার পরে স্ক্র‍্যাচ কার্ডের সাথে ক‍্যাশব‍্যাক অফার করেছে।

WhatsApp এ কিভাবে 51 টাকার ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে

WhatsApp beta অ্যাপ ইউজাররা চ‍্যাটের উপরে একটি ব‍্যানার দেখতে পেয়েছে। আপাতত এই ব‍্যানারটি অ্যান্ডয়েড বেটা অ্যাপে দেখা যাচ্ছে। এই ব‍্যানারে ক‍্যাশ দিন এবং 51 টাকা ফেরত পান এরকম লেখা আছে। 51 টাকার ক‍্যাশব‍্যাকের জন্য ইউজারদের টাকা পাঠানোর জন্য কোনো লিমিট দেওয়া হয়নি। হোয়াটস‌অ্যাপ বলেছে যে ইউজারদের পাঁচবার ক‍্যাশব‍্যাক অফার করা হবে।

সরল শব্দে বললে ইউজাররা এক টাকা পাঠিয়েও 51 টাকার ক‍্যাশব‍্যাকের সুবিধা পেতে পারে। যেই পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তখনই সাথে সাথে ক‍্যাশব‍্যাক ইউজারের একাউন্টে 51 টাকা ক্রেডিট হয়ে যাবে। আপাতত এটি জানা যায়নি যে হোয়াটস‌অ্যাপের এই ক‍্যাশব‍্যাক অফারটি কবে পর্যন্ত চলবে। এমতাবস্থায় যদি আপনি ক‍্যাশব‍্যাক পেতে চান তাহলে এটি বেস্ট সুযোগ।

হোয়াটস‌অ্যাপ থেকে UPI পেমেন্ট কিভাবে করা যাবে?

  • হোয়াটস‌অ্যাপে সর্বপ্রথম আপনাকে UPI অ্যাক্টিভেট করতে হবে।
  • হোয়াটস‌অ্যাপে UPI অ্যাক্টিভেট হয়ে গেলে যে কন্ট‍্যাক্টকে টাকা পাঠাতে চান তার চ‍্যাট উইন্ডো ওপেন করুন। এখানে আপনি অ্যাটাচমেন্ট আইকনের পাশে পেমেন্টের আইকন দেখতে পাবেন। এতে ক্লিক করুন।
  • এমাউন্ট লিখুন এবং UPI পিন দিয়ে পেমেন্ট করুন।
  • পেমেন্ট হয়ে গেলে আপনি কন্ফারমেশন ম‍্যাসেজ পেয়ে যাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here