WhatsApp খেল পাল্টি, Privacy Policy না মানলেও চালু থাকবে পরিষেবা, ইউজার্সরা পেল স্বস্তি

WhatsApp এর নতুন প্রাইভেসি পলিসির যেদিন প্রস্তাব রাখা হয়েছে সেদিন থেকেই এটি বিবাদের সম্মুখীন হয়েছে। জানুয়ারিতেই নতুন টার্ম এন্ড কন্ডিশন এর ঘোষণা করার পরে গত 15মে এই নতুন Whatsapp Terms and Privacy Policy চালু হয়েছে। এই প্রাইভেসি পলিসি চলায় হোয়াটস‍অ্যাপ আর ভারত সরকারকে মুখোমুখি হতে হয়েছে। আগে যেখানে Whatsapp পরিস্কার বলে দিয়েছিল যে পলিসি না মানলে ইউজার্সদের জন্য অ্যাপের ফিচার্স লিমিটেড করে দেওয়া হবে, আবার এখন নিজের কথা বদলেছে হোয়াটস‍অ্যাপ। কোম্পানি বলেছে যে যে ইউজার্সরা তাদের নতুন পলিসি অ্যাকসেপ্ট করবে না তাদের কোনো ফিচার কোম্পানি দ্বারা বন্ধ করা হবে না।

WhatsApp এর এই খবর দি ভার্জ প্রমুখ ছেপেছে। ওয়েবসাইটে হোয়াটস‍অ্যাপ প্রোবক্তা বক্তব্যে রিপোর্ট দিয়েছে যার মধ্যে বলেছে যে যেসব ইউজার্সরা 15মে পর্যন্ত বা তারপরেও নতুন Whatsapp Terms and Privacy Policy স্বীকার করবে না, তাদের একাউন্টে কোনোরকম বদল করা হবে না। এরকম উপভোক্তাদের জন্য অ্যাপের ইউজ লিমিটেড হবে না অর্থাৎ হোয়াটস‍অ্যাপের কোনো সার্ভিস বন্ধ করা হবে না।

এই হল WhatsApp Privacy Policy এর প্রভাব

WhatsApp নিজের নতুন প্রাইভেসি পলিসিতে বলেছিল যে এই পলিসি প্রত‍্যেক ইউজার্সদের স্বীকার করতে হবে। 15 মের মধ্যে যে ইউজার্সরা এটি একসেপ্ট করবে না, তাদের কোম্পানির পক্ষ থেকে কিছু সপ্তাহের মধ্যে নোটিফিকেশন পাঠানো হবে। যারা সেটি অ্যাগ্রি করতে বেশি ঢিলামো করবে, কোম্পানি তাদের ধীরে ধীরে নোটিফিকেশন পাঠানো বন্ধ করে দেবে আর এরপরে এরকম ইউজার্সদের একাউন্টে কোম্পানি দ্বারা Whatsapp এর সার্ভিস লিমিটেড করে দেওয়া হবে।

WhatsApp Privacy Policy কে একসেপ্ট করা ইউজার্সদের একাউন্ট লিমিটেড করে দেওয়া হবে। এরফলে ইউজার্সরা নিজের অ্যাপের চ‍্যাট লিস্ট অ্যাক্সেস করতে পারবে না। এর মানে চ‍্যাট লিস্ট উপলব্ধ না হ‌ওয়ায় হোয়াটস‍অ্যাপ ইউজার্স কাউকে ম‍্যাসেজ পাঠাতে পারবে না আর কাউকে ভয়েস কল বা অডিও কল‌ও করতে পারবে না। চ‍্যাট লিস্টের অ্যাক্সেস তো পাওয়া যাবে না কিন্তু এরকম ইউজার্সদের কেউ ম‍্যাসেজ করলে তারা তাদের হোয়াটস‍অ্যাপ নোটিফিকেশনে দেখতে পারবে। নোটিফিকেশনের মাধ্যমে ওই ম‍্যাসেজ পড়া যাবে এবং তার রিপ্লাই‌ও করা যাবে।

ম‍্যাসেজ এবং কল রিসিভ করার ছাড় দেওয়া‌র কিছু দিন পরে Whatsapp এর পক্ষ থেকে এই লিমিটেড সার্ভিস‌ও বন্ধ করে দেওয়া হবে। হোয়াটস‍্যাপ ইউজার্স না কল রিসিভ করতে পারবে আর না কারো পাঠানো ম‍্যাসেজ পড়ে রিপ্লাই দিতে পারবে। অর্থাৎ একটি সময়ের পরে হোয়াটস‍অ্যাপ পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

যদি আপনি জানতে চান যে কি এই নতুন WhatsApp Policy তে কি কি থাকবে, তার জন্য (এখানে ক্লিক করুন) আর পলিসি অ্যাকসেপ্ট করার পরে কতটা বদলে যাবে আপনার হোয়াটস‍অ্যাপ, এর তথ্য জানার জন্য (এখানে ক্লিক করুন)
Displaying

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here