Amazon থেকে অর্ডার করা হয় 12 হাজার টাকার প্রোডাক্ট, বাক্স থেকে বেরালো চাট মশলার প্যাকেট

Highlights

  • Amazon থেকে 12 হাজার টাকা দামের টুথব্রাশ অর্ডার করে হাতে এল মশলার প্যাকেট।
  • অনলাইনে Oral-B ইলেকট্রিক টুথব্রাশ অর্ডার করা হয়েছিল।
  • আমাজনের সেলারের ওপর জোচ্চুরির আরোপ।

বর্তমান সময়ে দাঁড়িয়ে সাধারণ মানুষ অনলাইন শপিং সাইট থেকে শুধুমাত্র জামাকাপড় বা ইলেকট্রনিক্স প্রোডাক্টই কেনে না বরং ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ফলমূল, শাক-সব্জি সবই কিনে থাকে। কিন্তু অনেক সময় অনলাইন কেনাকাটার সময় সাধারণ মানুষকে ঠকতে দেখা যায় বা আবার এমনও হয় যে প্রোডাক্ট অর্ডার করা হয় তার বদলে হাতে এসে পৌঁছায় অন্য কোনো সস্তা আইটেম। আবারও এমন একটি ঘটনার কথা প্রকাশ্যে এসেছে যেখানে এক মহিলা আমাজন ইন্ডিয়া থেকে 12 হাজার টাকা দামের ইলেকট্রিক ব্রাশ অর্ডার করেছিলেন। অথচ পার্সেল ডেলিভারির পর বাক্স খুলে পাওয়া গেল মশলার প্যাকেট। আরও পড়ুন: 100W চার্জিং এবং 32MP সেলফি ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হবে OnePlus Nord 3 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

@badassflowerbby নামক এক টুইটার ইউজার টুইটের মাধ্যমে এই ঘটনার কথা জানিয়েছেন। মহিলা জানিয়েছেন তাঁর মা আমাজন ইন্ডিয়াতে 12 হাজার টাকার Oral-B ইলেকট্রিক টুথব্রাশ অর্ডার করেছিলেন। অথচ প্রোডাক্ট ডেলিভারির পর বাক্স খুলে তার মধ্যে থেকে চারটি MDH মশলার প্যাকেট বেরালো। তিনি টুইটে আরও উল্লেখ করেছেন তাঁর প্রোডাক্ট পাঠিয়েছেন MEPLTD নামক সেলার এবং 2022 সালেও এই সেলারের বিরুদ্ধে বেশ কিছু জোচ্চুরির কথা জানা গেছে।

তিনি আরেকটি টুইট করে বলেছেন, “আমার মা COD অর্ডার প্লেস করেছিলেন। প্যাকেজ হাতে নিয়ে হালকা লাগে, সন্দেহ হওয়ার কারণে তিনি পেমেন্ট করার আগেই বাক্স খুলে চমকে ওঠেন। তবে সেলারের রিভিউ দেখে মনে হয় যারা অনলাইন পেমেন্ট করেছিলেন তাঁরা এতটাও সৌভাগ্যবান ছিলেন না।”

জানিয়ে রাখি অনলাইনে অর্ডার করে ভুল আইটেম হাতে এসে পৌঁছানোর ঘটনা এই প্রথম নয়। ের আগে অনেকবার মোবাইল ফোন অর্ডার করে সাবান পাওয়ার কথা শোনা গেছে। এছাড়া ল্যাপটপ অর্ডার করে পাথরও পাঠানো হয়েছে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল লো বাজেট Vivo Y56 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here