জেনে নিন বিশ্বের সর্বপ্রথম SMS এ কি লেখা ছিল!

এখন ইন্সট‍্যান্ট ম‍্যাসেজিং অ্যাপ থাকায় SMS এর চল বলতে গেলে শেষ হয়ে গেছে। কিন্তু একটি সময় ছিল যখন একে অপরের সাথে আমরা এস‌এম‌এসের মাধ্যমে‌ই কথা বলতাম। এখন প্রায় এই এস‌এম‌এসের ব‍্যবহার এক প্রকার বন্ধ‌ই হয়ে গেছে। কিন্তু 25 বছর আগে 4 ডিসেম্বর মাসেই সর্বপ্রথম বিশ্বের প্রথম SMS পাঠানো হয়েছিল এবং এখন এই SMS টিকেই টেলিকম কোম্পানি ভোডাফোন (Vodafone) নিলাম করতে চলেছে। বিশ্বের সর্বপ্রথম SMS এর নিলামি 2 লাখ ডলার (প্রায় 1,52,48,300 টাকা) দামে হ‌তে পারে। আসুন জেনে নেওয়া যাক যে এই ম‍্যাসেজে কি লেখা ছিল এবং কেন SMS এর নিলামি করা হচ্ছে।

আরও পড়ুন: রিচার্জের দাম বাড়ানোর ফলে দাবি উঠছে 4 ঘন্টা মোবাইল বন্ধ রাখার, দ্রুত ছড়াচ্ছে গ্রাহকদের বক্তব্য

এই জন্যে করা হচ্ছে নিলামি

রিপোর্ট অনুযায়ী বিশ্বের সর্বপ্রথম SMS এর নিলামিতে পাওয়া টাকা কোম্পানি শরনার্থী‌দের সাহায্য করার জন্য দান করে দেবে। কোম্পানি এই SMS টিকে Non-Fungible Token (NFT) হিসেবে সেল করবে। কোম্পানি নিজের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেল থেকে পোস্ট করে জানিয়েছে যে এটি ভোডাফোনের সর্বপ্রথম NFT এবং কোম্পানি বিশ্বের সর্বপ্রথম SMS টেক্সটিকে নিলাম করার জন্য NFT তে বদলে নিচ্ছে।

এই দিনে পাঠানো হয়েছিল প্রথম SMS

আপনাকে জানিয়ে দিই যে বিশ্বের সর্বপ্রথম SMS টিকে 3 ডিসেম্বর 1992 ভোডাফোন নেট‌ওয়ার্কের মাধ্যমে পাঠানো হয়েছিল। এখন দেখা যাক কি লেখা হয়েছিল এই ম‍্যাসেজে। কানাঘুষো‌য় জানা গেছে যে এই SMS এ ‘Merry Christmas’ ম‍্যাসেজ লেখা হয়েছিল। এই ম‍্যাসেজ‌টি ভোডাফোনের‌ই একজন কর্মচারী রিচার্ড জার্ভিস রিসিভ করেছিল।

আরও পড়ুন: Snapdragon 695 চিপসেট এবং 48MP ট্রিপল রেয়ার ক‍্যামেরাসহ লঞ্চ হল HONOR X30 5G স্মার্টফোন

এই জায়গায় হবে নিলাম

বিশ্বের সর্বপ্রথম SMS এর NFT এর নিলামি 21 আগস্ট প‍্যারিসে হবে। নিলামিতে অংশগ্রহণ করার জন্য অনলাইনের মাধ্যমে‌ও অংশগ্রহণ করা যাবে। প্রায় 20 বছর পর্যন্ত সারা বিশ্বে জনপ্রিয় থাকার পরে এখন সারা বিশ্বে SMS এর ব‍্যবহার প্রায় কমেই গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here