দেখে নিন বিশ্বের সবচেয়ে দামী ফোনের তালিকা, সবথেকে দামী ফোনটির দাম 395 কোটি টাকা

মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে প্রায়দিনই কোম্পানি নতুন নতুন ফিচার সহ মোবাইল ফোন লঞ্চ করে। কোম্পানিগুলি প্রতিটি সেগমেন্টের গ্রাহকদের জন্য মোবাইল ফোন লঞ্চ করে। এর মধ্যে বাজেট থেকে শুরু করে প্রিমিয়াম ফোন পর্যন্ত সব ফোনই রয়েছে। তবে আজকের এই পোস্টে আপনাদের বিশ্বের সবচেয়ে দামী মোবাইল ফোনের কথা জানানো হল। এই বিলাসবহুল মোবাইল ফোনগুলির দাম অনেক দেশের জিডিপির থেকেও বেশি।

বিশ্বের সবচেয়ে দামী ফোনের তালিকা

             ফোনের নাম
           দাম
Falcon Supernova iPhone 6 Pink Diamond 48.5 মিলিয়ন ডলার (প্রায় 402 কোটি টাকা)
Stuart Hughes iPhone 4s Elite Gold 9.4 মিলিয়ন ডলার (প্রায় 78 কোটি টাকা)
Stuart Hughes iPhone 4 Diamond Rose Edition 8 মিলিয়ন ডলার (প্রায় 66 কোটি টাকা)
Goldstriker iPhone 3GS Supreme 3.2 মিলিয়ন ডলার (প্রায় 26 কোটি টাকা)
iPhone 3G Kings Button

2.5 মিলিয়ন ডলার (প্রায় 20 কোটি টাকা)

Diamond Crypto Smartphone 1.3 মিলিয়ন ডলার (প্রায় 10 কোটি টাকা)
Goldvish Le Million 1 মিলিয়ন ডলার (প্রায় 8 কোটি টাকা)
Gresso Luxor Las Vegas Jackpot 1 মিলিয়ন ডলার (প্রায় 8 কোটি টাকা)
Caviar Snowflake iPhone 14/15 Pro/Max Diamond 5,36,710 ডলার (প্রায় 4.44 কোটি টাকা)
Goldvish Revolution 488,150 ডলার (প্রায় 4 কোটি টাকা)
Virtue Signature Cobra

310,000 ডলার (প্রায় 2.5 কোটি টাকা)

Caviar Daytona

1,60,710 ডলার (প্রায় 1.33 কোটি টাকা)

1. Falcon Supernova iPhone 6 Pink Diamond

দাম: 48.5 মিলিয়ন ডলার (প্রায় 395 কোটি টাকা)

  • বিশ্বের সবচেয়ে দামী ফোন হল Falcon Supernova iPhone 6 Pink Diamond Edition, যার দাম 48.5 মিলিয়ন ডলার (প্রায় 395 কোটি টাকা)। Falcon Supernova iPhone 6 ফোনটিকে কাস্টমাইজ করেছে যা Apple 2004 সালে লঞ্চ করেছিল।
  • কোম্পানি 24 ক্যারেট সোনা দিয়ে এই আইফোনটি সাজিয়েছে। এর সাথে রেয়ার প্যানেলে একটি বড় গোলাপি রঙের হীরা দেওয়া হয়েছে। পাশাপাশি ফোনটিতে প্ল্যাটিনাম কোটিং দেওয়া হয়েছে।
  • ইউজারদের তথ্য সুরক্ষিত রাখতে হ্যাক প্রিভেনশন টেকনোলজিও ব্যবহার করা হয়েছে। Pink Diamond Falcon Supernova এই ফোনটি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির কাছে রয়েছে।

2. Stuart Hughes iPhone 4s Elite Gold

দাম: 9.4 মিলিয়ন ডলার (প্রায় 76 কোটি টাকা)

  • বিলাসবহুল ফোনের তালিকায় দুই নম্বরে রয়েছে Stuart Hughes iPhone 4s Elite Gold যার দাম 9.4 মিলিয়ন ডলার (প্রায় 76 কোটি টাকা)। এটি সম্পূর্ণরূপে হ্যান্ড মেড।
  • iPhone 4s এর মডেলটি 24 ক্যারেট সোনা দিয়ে তৈরি। এর সাথে এই ফোনে 1000 ক্যারেটের 500টি হীরা বসানো হয়েছে। এই ফোনের রেয়ার প্যানেল এবং লোগোতে 24 ক্যারেট সোনা ব্যবহার করা হয়েছে।
  • এই ফোনের লোগোতেই 53 টি হীরা রয়েছে। এর পাশাপাশি ফোনটিকে Wow লুক দিতে 8.6-ক্যারেট সিঙ্গেল কাট ডায়মন্ড দেওয়া হয়েছে। পাশাপাশি কোটি টাকা মূল্যের এই ফোনের সাথে একটি 7.6-ক্যারেট সিঙ্গেল কাট ডায়মন্ডও দেওয়া হয়েছে।

3. Stuart Hughes iPhone 4 Diamond Rose Edition

দাম: 8 মিলিয়ন ডলার (প্রায় 65 কোটি টাকা)

  • সবচেয়ে দামী ফোনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে Stuart Hughes iPhone 4 Diamond Rose Edition মডেলটি। এটি iPhone 4 Diamond Rose এডিশন।
  • এই ফোনটিকে এক্সক্লুসিভ রাখতে কোম্পানি এটির মাত্র দুটি মডেল তৈরি করেছে। এই ফোনটি সলিড রোজ গোল্ড এবং 100 ক্যারেটের 500 হীরা দিয়ে তৈরি।
  • এই ফোনের Apple লোগোতে শুধুমাত্র 53টি হীরা রয়েছে। এই ফোনের হোম বাজেটে 7.4 ক্যারেটের সিঙ্গেল কাট পিঙ্ক ডায়মন্ড লাগানো হয়েছে। এই মডেলটির দাম 8 মিলিয়ন ডলার (প্রায় 65 কোটি টাকা)।

4. Goldstriker iPhone 3GS Supreme

দাম: 3.2 মিলিয়ন ডলার (প্রায় 26 কোটি টাকা)

  • Goldstriker 3GS Supreme ও বিশ্বের সবথেকে দামী মোবাইল ফোনগুলির মধ্যে একটি। Goldstriker iPhone 3GS কে 200 টি ডায়মন্ড এবং 71 গ্রাম 22 ক্যারেট সোনা দিয়ে তৈরি করেছে।
  • এই আইফোনটিতে 136টি হীরা রয়েছে। এর সাথে রেয়ার প্যানেলের Apple লোগোতে 59টি হীরা রয়েছে।
  • কোম্পানি হোম বাটনে 7.1 ক্যারেটের সিঙ্গেল কাট ডায়মন্ড দিয়েছে। Goldstriker 3GS Supreme এর দাম প্রায় 3.2 মিলিয়ন ডলার (প্রায় 26 কোটি টাকা)।

5. iPhone 3G Kings Button

দাম: 2.5 মিলিয়ন ডলার (প্রায় 20 কোটি টাকা)

  • সবচেয়ে দামী ফোনের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে iPhone 3G Kings Button যার দাম 2.5 মিলিয়ন ডলার (প্রায় রুপি)।
  • এই ফোনটি ডিজাইন করেছেন অট্রেন ডিজাইনার পিটার অ্যালিসন। এই ফোনের ডিজাইনে 18 ক্যারেট হলুদ, সাদা এবং রোজ গোল্ড ব্যবহার করা হয়েছে। আইফোনের চারপাশে সাদা সোনার স্ট্রিপ দেওয়া হয়েছে।
  • এর সঙ্গে 138 টি হীরা দিয়ে সাজানো হয়েছে। এর সাথে হোম বাটনে একটি 6.6-ক্যারেটের সিঙ্গেল কাট ডায়মন্ড ইনস্টল করা হয়েছে।

6. Diamond Crypto Smartphone

দাম: 1.3 মিলিয়ন ডলার (প্রায় 10 কোটি টাকা)

  • বিশ্বের সবচেয়ে দামী ফোনের তালিকায় Diamond Crypto স্মার্টফোনও রয়েছে। এই ফোনটিও Aloisson দ্বারা ডিজাইন করা হয়েছে এবং এটি JSC Ancort দ্বারা নির্মিত।
  • এই ফোনের বেশিরভাগ অংশই তৈরি করা হয়েছে সলিড প্ল্যাটেনিয়াম দিয়ে। এই ফোনটির লোগো এবং হোম বাটন তৈরি করা হয়েছে রোজ গোল্ড দিয়ে।
  • এই ফোনে 55টি হীরা বসানো হয়েছে, যার মধ্যে 10টি নীল হীরা রয়েছে। ইউজারদের সিকিউরিটির জন্য এই ফোনে এনক্রিপশন টেকনোলজিও দেওয়া হয়েছে। এর দাম 1.3 মিলিয়ন ডলার (প্রায় 10 কোটি টাকা)।

7. Goldvish Le Million

দাম: 1 মিলিয়ন ডলার (প্রায় 8 কোটি টাকা)

  • দামী মোবাইল ফোনের তালিকায় পরের ফোনটি হল বিলাসবহুল ব্র্যান্ড Goldvish Le Million। এই ফোনটি লঞ্চ করার সাথে সাথে, Le Million সেই সময়ের সবচেয়ে এক্সক্লুসিভ এবং ব্যয়বহুল ফোনটি লঞ্চ করে গিনেস বুকে নাম লিখিয়েছিলেন।
  • এই ফোনটি গয়না এবং ঘড়ির ডিজাইনার ইমানুয়েল গিট ডিজাইন করেছেন।
  • এই ফোনটি 18-ক্যারেট সাদা সোনা দিয়ে তৈরি। সেই সঙ্গে 120 ক্যারেটের VVS-1 গ্রেডের হীরাও বসানো হয়েছে এতে।

8. Gresso Luxor Las Vegas Jackpot

দাম: 1 মিলিয়ন ডলার (প্রায় 8 কোটি টাকা)

  • সবচেয়ে ব্যয়বহুল ফোনের তালিকায় Gresso Luxor Las Vegas Jackpot মোবাইল ফোনটিও রয়েছে। এর দাম 1 মিলিয়ন ডলার। এই ফোনটি লিমিটেড এডিশনে ছিল, যার মধ্যে মাত্র তিনটি মডেল তৈরি হয়েছিল।
  • এই ফোনটি 180 গ্রাম সোনা এবং 45.5 ক্যারেট ব্ল্যাক ডায়মন্ড দিয়ে তৈরি।
  • এই ফোনের রেয়ার প্যানেলটি 200 বছরের পুরনো আফ্রিকান কাঠ দিয়ে তৈরি করা হয়েছে।

9. Goldvish Revolution

দাম: 488,150 ডলার (প্রায় 4 কোটি টাকা)

  • সুইডিশ ব্র্যান্ড Goldvish Revolution ফোনটিও এই তালিকায় রয়েছে।
  • কোম্পানিটি Revolution-এর 32 ইউনিট সিরিজের অংশ, যেটি সবচেয়ে দামী ফোনের তালিকায় অন্তর্ভুক্ত, এই ফোনের দাম 488,150 ডলার (প্রায় 4 কোটি টাকা)।
  • এই ফোনের ডিজাইন অন্যান্য ফোনের থেকে একেবারেই আলাদা। এই ফোনের উপরের এবং অন্যান্য অংশ সাদা এবং গোলাপী গোল্ড, ফাইন লেদার, ডায়মন্ড দিয়ে তৈরি।

10. Virtue Signature Cobra

দাম: 310,000 ডলার (প্রায় 2.5 কোটি টাকা)

  • সবচেয়ে দামী ফোনের মধ্যে Virtue Signature Cobra ও রয়েছে। Virtue বিলাসবহুল ফোন তৈরির একটি কোম্পানি।
  • Signature Cobra ফোনটির দাম 310,000 ডলার (প্রায় 2.5 কোটি টাকা)। এই ফোনটি ডিজাইন করেছে ফরাসি জুয়েলারি কোম্পানি Boucheron Vertu৷
  • এটি যুক্তরাজ্যে হ্যান্ডমেড ভাবে এসেম্বল করা হয়। এই ফোন গোল্ড প্লেটেড।এই ফোনে সলিড গোল্ড এবং 439 রুবি সহ দুটি পান্না রয়েছে।

10. Caviar Daytona

দাম: 1,60,710 ডলার (প্রায় 1.33 কোটি টাকা)

  • iPhone 14 Daytona Edition একটি অন্যতম মাস্টারপিস। এতে রোলেক্স কস্মোগ্রাফ ডেটোনা ডায়াল রয়েছে যা একে অতুলনীয় করে তোলে।
  • এই কাস্টম আইফোনের ব্যাক ডায়াল 18 ক্যারেট হলুদ সোনা দিয়ে তৈরি এবং এটিকে স্ক্র্যাচপ্রুফ করার জন্য এতে নীলমণি ক্রিস্টাল এবং টেচোম্যাট্রিক স্কেল সহ একটি কালো মোনোব্লক সেরাক্রোম বেজল রয়েছে।
  • ড্যাশবোর্ড ডায়াল বিভিন্ন রত্ন দিয়ে সাজানো হয়েছে এবং 24 ক্যারেট সোনা দিয়ে পালিশ করা হয়েছে। এতে মাল্টি লেয়ার টাইটেনিয়াম বডি আছে। এতে ফোনের শক্তি এবং স্টাইল উভয়ই প্রতিফলিত হয়।

FAQs

সবচেয়ে দামী ফোন কি আদৌ এতটা অমূল্য?

সবচেয়ে দামী ফোনের দাের বিষয়ে বিভিন্ন মানুষের মতামত বিভিন্ন রকম। কিছু মানুষের কাছে এই ধরনের ফোন কিনে নিজের রুচি এবং লাক্সারি দেখানো যায়। আবার অনেকের মতে এর জন্য এত বিপুল অর্থ ব্যয় করার কোন মানে হয় না।

কে কেনে সবচেয়ে দামী ফোন?

সবচেয়ে দামী ফোন সবচেয়ে ধনী ব্যাক্তিদের টার্গেট করে তৈরি করা হয়, যারা নিজেদের স্ট্যাটাসের প্রতি ইসেস গুরুত্ব দেন। যেমন Falcon Supernova iPhone 6 Pink Diamond ফোনটি গোটা বিশ্বে মাত্র হাতে গোনা কিছু মানুষের কাছে আছে।

বিশ্বের সবচেয়ে দামী ফোন কোনটি?

এখনও পর্যন্ত Falcon Supernova iPhone 6 Pink Diamond, iPhone 4s Elite Gold, iPhone 4 Diamond Rose Edition, Goldstriker iPhone 3GS Supreme, iPhone 3G Kings Button, Diamond Crypto Smartphone, Goldvish Le Million, Gresso Luxor Las Vegas Jackpot, Goldvish Revolution, Virtue Signature Cobra বিশ্বের সবচেয়ে দামী ফোনগুলির লিস্টে নিজেদের স্থান করে নিয়েছে।

সবচেয়ে দামী ফোন লিমিটেড এডিশনে কেন পেশ করা হয়?

উপরোক্ত ফোনগুলির অধিকাংশই কোনও না কোন ধনী ব্যাক্তিকে টার্গেট করে তৈরি করা হয়েছে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী ফোন কোনটি?

আজকের দিনে দাঁড়িয়ে Falcon Supernova iPhone 6 Pink Diamondবিশ্বের সবচেয়ে দামী ফোন। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই ফোনের দাম প্রায় 402 কোটি টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here