শীঘ্রই লঞ্চ হবে Xiaomi 13 Ultra, IMDA সার্টিফিকেশনে তালিকাভুক্ত হল স্মার্টফোন

Highlights

  • Xiaomi 13 Ultra স্মার্টফোনটি 17 এপ্রিল লঞ্চ হতে পারে।
  • Xiaomi-এর এই ফোনটি IMDA সার্টিফিকেশনে তালিকাভুক্ত হয়েছে।
  • এই ফোনে Sony এর 50MP প্রাইমারি ক্যামেরা পাওয়া যাবে।

Xiaomi 13 Ultra স্মার্টফোনটি সম্পর্কে বেশ কিছুদিন ধরেই খবর সামনে আসছে। সম্প্রতি একটি লিক রিপোর্টে জানানো হয়েছে যে এই ফোনটি 17 এপ্রিল লঞ্চ হতে চলেছে। কোম্পানির এই আসন্ন ফ্ল্যাগশিপ ফোনটি লঞ্চের আগেই IMDA সার্টিফিকেশনে তালিকাভুক্ত হয়েছে। সার্টিফিকেশনে তালিকাভুক্ত হওয়ায় এটা তো স্পষ্ট যে Xiaomi-এর এই ফ্ল্যাগশিপ ফোনটি শীঘ্রই লঞ্চ হতে পারে। আরও পড়ুন: 108MP ক্যামেরাসহ আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হল Redmi Note 12S স্মার্টফোন, দেখে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

Xiaomi 13 Ultra: IMDA সার্টিফিকেশন

  • IMDA ওয়েবসাইটে মডেল নম্বর 2304FPN6DG সহ তালিকাভুক্ত হয়েছে
  • ফোনের কানেক্টিভিটি ফিচার সম্পর্কিত তথ্য সামনে এসেছে।

Xiaomi 13 Ultra স্মার্টফোনটি লঞ্চের আগে IMDA সার্টিফিকেশন ওয়েবসাইটে মডেল নম্বর 2304FPN6DG সহ তালিকাভুক্ত করা হয়েছে। এই তালিকায় ফোন সম্পর্কে কোনও ইন্টারেস্টিং তথ্য প্রকাশ করা হয়নি, তবে ফোনের কানেক্টিভিটি ফিচার যেমন 5G, ব্লুটুথ, Wi-Fi এবং NFC সাপোর্টের মতো তথ্যগুলি প্রকাশ করা হয়েছে। IMDA হল সিঙ্গাপুরের সার্টিফিকেশন সাইট, যা টেলিকম এবং রেডিও ইকুইপমেন্ট টেস্টিং এবং সার্টিফিকেশনের জন্য পরিচিত।

Xiaomi 13 Ultra: স্পেসিফিকেশন (সম্ভাব্য)

  • Leica টিউনড কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ
  • Snapdragon 8 Gen 2 প্রসেসর

Xiaomi 13 Ultra-এর স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে কোম্পানি এই ফোনটির সম্পর্কে অফিসিয়াল কোনো তথ্য জানায়নি। তবে লিক রিপোর্ট অনুযায়ী এই ফোনটি 50MP Sony IMX989 1-ইঞ্চি ক্যামেরা সেন্সরসহ লঞ্চ হতে পারে। এই ফোনে একটি আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে, যা দুর্দান্ত ফটোগ্রাফির জন্য পরিচিত। আরও পড়ুন: মাত্র 999 টাকায় পাবেন 32 ইঞ্চি টিভি, 6টি ওটিটি অ্যাপ এবং 300টি টিভি চ্যানেল, Excitel নিয়ে এল ধামাকাদার অফার

এই ফোনে প্রাইমারি ক্যামেরার সঙ্গে টেলিফটো লেন্স এবং পেরিস্কোপ জুম ক্যামেরা দেওয়া যেতে পারে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপ Leica টিউন করেছে। এই ফোনে একটি 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া যেতে পারে। Xiaomi-এর এই ফোনটি Android 13 বেসড MIUI 14-এ রান করে।

Xiaomi এর আসন্ন এই ফোনটিতে একটি 6.73-ইঞ্চি E6 AMOLED কার্ভড-এজ ডিসপ্লে থাকবে বলে জানা গেছে, যার রেজুলেশন QHD+ এবং রিফ্রেশরেট 120Hz হবে। এই প্রিমিয়াম স্মার্টফোনটি Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর, LPDDR5x RAM এবং UFS 4.0 স্টোরেজসহ লঞ্চ করা যেতে পারে। আরও পড়ুন: লিক হল Samsung Galaxy S23 FE 5G ফোনের লঞ্চ টাইমলাইন, জেনে নিন ডিটেইলস

এই ফোনের টপ ভেরিয়েন্টে 16GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া যেতে পারে। আন্তর্জাতিক মার্কেটে এই ফোনের লঞ্চ সম্পর্কিত কোন তথ্য আপাতত জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here