18,000 টাকা সস্তা হয়ে গেল Xiaomi 14 Civi স্মার্টফোন, জেনে নিন নতুন দাম এবং অফার

ভারতে উৎসবের মরশুমের সঙ্গে সঙ্গেই আমাজন গ্ৰেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল 2025 শুরু হয়ে গেছে। এই সেলে বেশ কিছু ফোনের দামে আকর্ষণীয় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবে এই পোস্টে এমন একটি স্মার্টফোন সম্পর্কে আলোচনা করা হল যেটির দামে 18,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। ফোনটি হল শাওমির প্রিমিয়াম Xiaomi 14 Civi এবং কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি 42,999 টাকা দামে মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে পেশ করা হয়েছিল। বর্তমান সেলে এই ফোনটি 25,000 টাকার চেয়েও কম দামে বিক্রি করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

ভারতে Xiaomi 14 Civi ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ মডেল 42,999 টাকা দামে পেশ করা হয়েছিল এবং আমাজন গ্ৰেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ফোনটি মাত্র 24,999 টাকা দামে সেল করা হচ্ছে। অপরদিকে 12GB RAM + 512GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল পাওয়া যাচ্ছে মাত্র 27,999 টাকার বিনিময়ে। অর্থাৎ এই সুযোগে ইউজাররা প্রায় 18,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।

আমাজন গ্ৰেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল উপলক্ষে ফোনটি আরও কম দামে কেনার সুযোগ রয়েছে। ইউজাররা SBI, HDFC বা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI ট্রানজংকশন করলে 1,250 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ বোনাস। নতুন ফোন কেনার সময় পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ফোনটির কন্ডিশনের ওপর নির্ভর করে 20,000 টাকার চেয়েও বেশি ডিসকাউন্ট পাওয়া যেতে পারে।

Xiaomi 14 Civi ফোনে এই সেগমেন্টেও ফ্ল্যাগশিপ লেভেল ফিচার রয়েছে। এতে 6.55-ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, HDR10+ এবং Dolby Vision সাপোর্ট করে। এই ডিসপ্লে 3000nits পীক ব্রাইটনেস দিতে সক্ষম এবং সুরকার জন্য এতে Corning Gorilla Glass Victus 2 যোগ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Xiaomi 14 Civi ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর রয়েছে। এর স্মুথ গেমিং এবং মাল্টি টাস্কিঙের জন্য এতে Adreno GPU দেওয়া হয়েছে।

Xiaomi 14 Civi ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে 50MP প্রাইমারি সেন্সর (OIS + PDAF), 50MP টেলিফটো লেন্স (2x অপ্টিক্যাল জুম) এবং 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে দুটি 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাক‌আপের জন্য এই ফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4700mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

কম দামের ফলে Xiaomi 14 Civi ফোনটিকে iQOO Neo 10R, OnePlus Nord 4 এবং realme GT 6T ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে। এইসব ফোনেও হাই-এন্ড প্রসেসর, অসাধারণ ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি পাওয়া যায়। তবে এখনও পর্যন্ত কম দাম, প্রিমিয়াম ডিজাইন এবং ডুয়েল 32MP ফ্রন্ট ক্যামেরার দৌলতে Xiaomi 14 Civi ফোনটি অনেকটাই এগিয়ে রয়েছে।

যাদের 25,000 বাজেটে প্রিমিয়াম ডিজাইন, দুর্দান্ত সেলফি ক্যামেরা এবং শক্তিশালী পারফরমেন্স পছন্দ তাদের জন্য এই ফোনটি সোনায় সোহাগা সুযোগ। যারা উৎসবের মরশুমে এই রেঞ্জে একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Xiaomi 14 Civi ফোনটি কিনতেই পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here