ফটোগ্রাফি সেগমেন্টে আলরন তৈরি করতে আসছে Xiaomi 14 Ultra, লঞ্চের আগে সামনে এল গীকবেঞ্চ লিস্টিং

Xiaomi 14 Ultra ফোনটি সম্পর্কে ক্রমাগত ডিটেইলস সামনে এসেই চলেছে। এই ফোনটি আগামীকাল অর্থাৎ 22 ফেব্রুয়ারি চীনে এবং 25 ফেব্রুয়ারি গ্লোবাল মার্কেটে পেশ করা হবে। এই ফোনে প্রফেশনাল লেভেল ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স পাওয়া যাবে বলে মন এক্রা হচ্ছে। গীকবেঞ্চ সাইটে এই ফোনটি ফটোগ্রাফি কিট সহ দেখা গেছে। এর ফলে এই ফোনের ফুরুত্বপুরন তথ্য সম্পর্কে জানা গেছে। নিচে এই ফোনের লিস্টিং এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

Xiaomi 14 Ultra এর ফটোগ্রাফি কিট গীকবেঞ্চ লিস্টিং

  • Xiaomi 14 Ultra ফোনটি কোডনেম এবং আইডি Xiaomi 2402CPS69C সহ গীকবেঞ্চে লিস্টেড করা হয়েছে। 3C সাইটেও ফোনটি একই মডেল নাম্বার সহ দেখা গিয়েছিল।
  • এই কিট সিঙ্গেল কোর টেস্টে 1,406 এবং মাল্টি কোর টেস্টে 5,866 পয়েন্ট পেয়েছে।
  • লিস্টিং অনুযায়ী এই ফোনে অ্যান্ড্রয়েড 14 ওএস থাকবে।
  • প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 SoC যোগ করা হবে বলে জানা গেছে।
  • লিস্টিং অনুযায়ী এই ফোনে 16GB পর্যন্ত RAM দেওয়া হবে।
  • Xiaomi 14 Ultra ফোনের ক্যামেরা কিটে ব্লুটুথ সাপোর্টেড ক্যামেরা গ্রিপ, লেন্স ক্যাপ, ফিল্টার অ্যাডপ্টার, একটি কেস এবং আরও কিছু প্রোডাক্ট থাকতে পারে বলে জানা গেছে।

Xiaomi 14 Ultra এর কনফার্ম ক্যামেরা স্পেসিফিকেশন

  • Xiaomi জানিয়ে দিয়েছে Xiaomi 14 Ultra ফোনে 50 মেগাপিক্সেল LYT-900 প্রাইমারি ক্যামেরা থাকবে। এটি সেকেন্ড জেনারেশন 1 ইঞ্চির সেন্সর। এই লেন্সে f/1.63 থেকে f/4.0 পর্যন্ত ভেরিয়েবল অ্যাপার্চারের সুবিধা পাওয়া যাবে।
  • এই ফোনে টেলিফটো লেন্স হিসাবে 50 মেগাপিক্সেল IMX858 ক্যামেরা সেন্সর দেওয়া হবে। এটি f/1.8 অ্যাপার্চার, 75 এমএম ফোকাল লেন্থ এবং 3.2x অপটিক্যাল জুম সাপোর্ট করবে।
  • এই ফোনে 50 মেগাপিক্সেল সোনী IMX858 পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হবে বলে কোম্পানি জানিয়েছে। এতে এফ/2.5 অ্যাপার্চার, 120 এমএম ফোকাল লেন্থ এবং 5x অপটিক্যাল জুম পাওয়া যাবে।
  • এখনও পর্যন্ত এই ফোনের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সম্পর্কে কিছু জানা যায়নি।

Xiaomi 14 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Xiaomi 14 Ultra ফোনে 6.7 ইঞ্চির QHD+ LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই পাঞ্চ হোল স্ক্রিনে 120Hz রিফ্রেশরেট থাকতে পারে। সিকিউরিটি ফিচার হিসাবে এই ফোনের স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হবে।
  • প্রসেসর: এই ফোনে অ্যাড্রিনো 750 জিপিইউ সহ কোয়ালকমের এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: এই ফোনে 16GB RAM এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 14 Ultra ফোনে 90 ওয়াট ফাস্ট চার্জিং এবং 80 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,300mAh ব্যাটারি থাকতে পারে।
  • কানেক্টিভিটি: এই ফোনে ডুয়েল সিম 5জি, ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হবে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ব্র্যান্ডের হাইপার ওএসের সঙ্গে পেশ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here