প্রকাশ্যে এল Xiaomi 15T Pro ফোনের গ্লোবাল ভার্সন, দেখে নিন গীকবেঞ্চ স্কোর এবং NBTC লিস্টিং

বিগত বেশ কিছু দিন ধরে Xiaomi এর আপকামিং ফ্ল্যাগশিপ Xiaomi 15T Pro স্মার্টফোন শিরোনামে ছেয়ে রয়েছে। এবার শীঘ্রই গ্লোবাল বাজারে এই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন সাইট এবং Geekbench বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে। লিস্টিঙের মাধ্যমে ফোনটির মডেল নাম্বার 2506BPN68G এবং নাম প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।

Xiaomi 15T Pro ফোনের NBTC লিস্টিং

  • NBTC লিস্টিঙের মাধ্যমে ফোনটির হার্ডওয়্যার ডিটেইলস সম্পর্কে কিছু জানা যায়নি, তবে ফোনটির মডেল নাম্বার 2506BPN68G এবং নাম Xiaomi 15T Pro উল্লেখ করা হয়েছে।
  • এই একই মডেল নাম্বার এর আগে FCC এবং IMDA ডেটাবেসেও দেখা হিয়েছিল, ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি গ্লোবাল বাজারে Xiaomi 15T Pro ফোনটি লঞ্চ করা হবে।

Xiaomi 15T Pro ফোনের গীকবেঞ্চ লিস্টিং

  • Geekbench 6.4 লিস্টিং অনুযায়ী, Xiaomi 15T Pro ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1,057 এবং মাল্টি কোর টেস্টে 4,009 স্কোর পেয়েছে।
  • এই ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে। এতে 12GB RAM (11.25GB লিস্টেড) দেওয়া হতে পারে।
  • প্রসেসিঙের জন্য এই ফোনে 2.85GHz ক্লক স্পীডযুক্ত চারটি পারফরমেন্স কোর এবং 2.00GHz ক্লক স্পীডযুক্ত চারটি এফিসিয়েন্সি কোর সহ অক্টাকোর ARMv8 CPU যোগ করা হতে পারে।
  • গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G610 MC6 GPU থাকবে বলে জানানো হয়েছে। ফলে এতে MediaTek Dimensity প্রসেসর থাকতে পারে বলে আশা করা হচ্ছে।
  • আগের রিপোর্ট অনুযায়ী Xiaomi 15T Pro ফোনটি আসলে Redmi K80 Ultra ফোনের গ্লোবাল ভার্সন হতে পারে। সম্প্রতি চীনে Dimensity 9400 Plus প্রসেসর সহ এই ফোনটি লঞ্চ করা হয়েছিল। তবে আপকামিং ফোনটির গ্লোবাল ভার্সনে কিছু পরিবর্তন ঘটানো হতে পারে।

Xiaomi 15T Pro ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

স্টোরেজ

আপকামিং Xiaomi 15T Pro ফোনটি 12GB + 256GB, 12GB + 512GB এবং 12GB + 1TB ভেরিয়েন্টে পেশ করা হতে পারে।

ক্যামেরা

এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP OmniVision OVX9100 প্রাইমারি সেন্সর, 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP Samsung JN5 টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে Samsung S5KKDS ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

ব্যাটারি

Redmi K80 Ultra ফোনে 7,410mAh ব্যাটারি রয়েছে। আপকামিং Xiaomi 15T Pro ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।

অন্যান্য ফিচার

এই আপকামিং ফোনটিতে HyperOS 2.0 থাকবে বলে শোনা যাচ্ছে। FCC লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে Wi-Fi 7, 5G, Bluetooth এবং NFC সাপোর্ট থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here