6800mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন 8 এলিট 2 প্রসেসর সহ লঞ্চ হতে পারে Xiaomi 16, জেনে নিন লঞ্চ টাইমলাইন

Xiaomi তাদের Xiaomi 16 সিরিজে কাজ করছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এই স্ট্যান্ডার্ড মডেলে আগের ভার্সনের তুলনায় বড় ব্যাটারি এবং পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হবে। এবার টিপস্টার Xiaomi 16 ফোনের ব্যাটারি ক্যাপাসিটি, চার্জিং স্পীড, প্রসেসর এবং লঞ্চ টাইমলাইন সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করেছে।

Xiaomi 16 এর লঞ্চ টাইমলাইন এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন (লিক)

  • টিপস্টার স্মার্ট পিকাচুর বক্তব্য অনুযায়ী Xiaomi 16 ফোনটি 6,800mAh ব্যাটারি সহ টেস্ট করা হয়েছিল। এটি Xiaomi 15 ফোনের 5,400mAh ব্যাটারির তুলনায় বড় আপগ্রেট।
  • আপকামিং ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে জানা গেছে। তবে আগের মডেলে 90W চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছিল।
  • এটি সত্ত্বেও এই ফোনটিতে কম্প্যাক্ট ফার্ম ফ্যাক্টর বজায় থাকবে।
  • টিপস্টার আরও জানিয়েছেন সেপ্টেম্বর মাসে Xiaomi 16 ফোনটি লঞ্চ করা হবে। এই আগের জেনারেশন ফ্ল্যাগশিপ Xiaomi 15 সিরিজের তুলনায় এক মাস আগে হবে।
  • আগের মতোই কিছুদিন পরেই এটি গ্লোবাল লঞ্চ করা হতে পারে।
  • রিপোর্ট অনুযায়ী তাড়াতাড়ি Qualcomm Snapdragon 8 Elite 2 চিপ অ্যানাউন্স হওয়ার জন্য সময়ের আগেই ফোনটি লঞ্চ করা হতে পারে।

  • Xiaomi 16 ফোনটি নতুন ফ্ল্যাগশিপ প্রসেসর সহ প্রথম স্মার্টফোন হবে বলে জানানো হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Xiaomi 16 ফোনের সম্পর্কে তথ্য জানানো হয়নি। এই টিপস্টার আগের রিপোর্টে জানিয়েছিল ফোনটিতে 6.36 থেকে 6.73 ইঞ্চির মধ্যে বড় ডিসপ্লে দেওয়া হতে পারে। নিশ্চিত হয়ে পেরিস্কোপ ক্যামেরা সম্পর্কে বলা যাচ্ছে না, তবে মনে করিয়ে দিই Xiaomi 15 ফোনটিতে 3x টেলিফটো লেন্স এবং প্রো মডেলে 5x অপ্টিক্যাল জুম সহ পেরিস্কোপ সেন্সর রয়েছে।

আগামী মাসের মধ্যে Xiaomi 16 সিরিজের সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। এই বছর মার্চ মাসে ভারতে 64,999 টাকা দামে আগের Xiaomi 15 মডেলটি পেশ করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here