ডুয়েল ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে Xiaomi 16 Pro Max স্মার্টফোন, লিক হল ইমেজ

Xiaomi তাদের আপকামিং ফ্ল্যাগশিপ 16 সিরিজের প্রচার শুরু করে দিয়েছে। আগেই ফোনের প্রি-বুকিঙের ডিটেইলস জানা গিয়েছিল। আসন্ন সিরিজটি এই মাসে অর্থাৎ 2025 সালের সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। এবার এই সিরিজ লঞ্চের আগেই সিরিজের Xiaomi 16 Pro Max ফোনের ছবি প্রকাশ্যে এসেছে। লিক ইমেজের মাধ্যমে আপকামিং ফোনের ডিজাইন দেখা গেছে। বিশেষত্ব হল এতে সেকেন্ডারি ডিসপ্লে ব্যাবহার করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 16 Pro Max ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

টিপস্টার কার্তিকেয় সিংহ তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপমিং ফোনের নতুন আপডেট শেয়ার করেছে। পোস্টের ছবিতে Xiaomi 16 Pro Max ফোনটির পার্পল এবং হোয়াইট কালার অপশন দেখা গেছে। ডিজাইনের দিক দিয়ে ফোনটি iPhone 17 সিরিজের মতো দেখাচ্ছে। ছবিতে ফোনটি রেক্টেঙ্গুলার ক্যামেরা মডিউলে দেখানো হয়েছে। এই মডিউলের বাঁদিকে দুটি ক্যমেরা এবং ডানদিকে সেকেন্ডারি ডিসপ্লে রয়েছে। ক্যামেরা মডিউলের নিচের দিকে তৃতীয় ক্যামেরা সেন্সর এবং LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে। অন্যদিকে ফোনটির নিচের সাইড প্যানেলে স্পিকার/মাইক এবং USB টাইপ-C পোর্ট যোগ করা হতে পারে। ফ্ল্যাট সাইড এবং অ্যান্টেনা লাইন সহ রাউন্ডেড কর্ণার দেখা গেছে।

জানিয়ে রাখি Xiaomi 16সিরিজের অধীনে Xiaomi 16, Xiaomi 16 Pro এবং Xiaomi 16 Pro Max ফোনগুলি লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে 2026 সালের শুরুতে Xiaomi 16 Ultra ফোনটিও পেশ করা হতে পারে। চীনে 3C সার্টিফিকেশন সাইটে এই তিনটি মডেল লিস্টেড হয়েছিল। এর মধ্যে দুটি মডেল 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার সহ লঞ্চ করা হতে পারে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Xiaomi 16 সিরিজ Qualcomm Snapdragon 8 Elite 2 ফ্ল্যাগশিপ চিপসেট সহ পেশ করা হবে। একইভাবে ভ্যানিলা Xiaomi 16 মডেলে HyperOS 3 অপারেটিং সিস্টেম, 6.3 ইঞ্চির ডিসপ্লে, 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 6800mAh ব্যাটারি থাকতে পারে।

যারা নতুন ডিজাইন এবং ফ্ল্যাগশিপ চিপসেটের পশাপাশি দুর্দান্ত পারফরমেন্স সহ ফোন খুঁজছেন,তাদের জন্য Xiaomi 16 Pro Max ফোনটি একটি ভালো অপশন হবে। এতে অন্য স্ক্রিন যোগ করার ফলে ইউজারদের মধ্যে কতটা জনপ্রিয়তা লাভ করে তা অদূর ভবিষ্যতে জানা যাবে। শীঘ্রই চীনের বাজারে Xiaomi 16 সিরিজ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত আপকামিং সিরিজের ভারতীয় লঞ্চ সম্পর্কে জানানো হয়নি, তবে চীনে লঞ্চের পর, এই সিরিজ গ্লোবাল বাজারে পেশ করা হতে পারে।

আসন্ন Xiaomi 16 Pro Max ফোনটি আপকামিং ওয়ানপ্লাস 15, আইকু 15 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। যারা নতুন ফ্ল্যাগশিপ ফোন নেওয়া কথা ভাবছেন, তাঁরা Xiaomi 16 সিরিজ লঞ্চেরপেখা করতে পারেন। এই বিষয়ে নতুন তথ্য প্রকাশ্যে এলেই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here