বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে শাওমির নাম্বার সিরিজ শিরোনামে ছেয়ে রয়েছে। এই সিরিজের অধীনে Xiaomi 16, Xiaomi 16 Pro এবং একটি নতুন Xiaomi 16 Pro Mini এডিশন লঞ্চ করা হতে পারে। সম্প্রতি চীনের 3C সার্টিফিকেশন সাইটে এই ফোনগুলি লিস্টেড হয়েছিল, তাই শীঘ্রই এইগুলি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। সেপ্টেম্বর মাসের শেষের দিকে আপকামিং সিরিজ পেশ করা হতে পারে বলে জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে সিরিজের ফোনগুলি বড় ব্যাটারি প্যাক, 100W চার্জিং এবং নতুন Snapdragon 8 Elite 2 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক লেটেস্ট লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
চীনের 3C সার্টিফিকেশন সাইটে 25113PN0EC এবং 25098PN5AC মডেল নাম্বার লিস্টেড হয়ছে। এগুলি Xiaomi 16 এবং Xiaomi 16 Pro মডেলের বলে মনে করা হচ্ছে। এছাড়া টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের বক্তব্য অনুযায়ী আরও একটি 2509FPN0BC মডেল নাম্বার দেখা গেছে। এই মডেল নাম্বার সহ ফোনটি Xiaomi 16 Pro Mini নামেলঞ্চ করা হতে পারে। লিস্টিং ডিটেইলস অনুযায়ী সিরিজের সমস্ত মডেলে MDY-18-EW চার্জার দেওয়া হতে পারে। এই ফোনে 20V 5A অর্থাৎ 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। এই সিরিজের ভ্যানিলা মডেল ও প্রো মডেল সহ সমস্ত ভেরিয়েন্টে 100W চার্জিং সাপোর্ট দেওয়া হবে।
এই প্রথম Xiaomi 16 Series এর ফোনেই Snapdragon 8 Elite 2 প্রসেসর দেওয়া হতে পারে। এই সিরিজের অধীনে Xiaomi 16 কম্প্যাক্ট ফোনটি 6.3 ইঞ্চির ডিসপ্লে এবং অন্তন্ত পাতলা বেজাল সহ লঞ্চ করা হতে পারে। অন্যদিকে Pro ফোনটিতে 6.8 ইঞ্চির এবং মিনি মডেলে 6.3 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এই সিরিজের ক্যামেরা সেটআপের ক্ষেত্রেও পরিবর্তন করা হবে। একদিকে Xiaomi 16 ফোনটিতে OV50Q প্রাইমারি সেন্সর এবং টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। অন্যদিকে Xiaomi 16 Pro ফোনটিতে বড় Smartsens সেন্সর এবং পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। সিরিজে ব্যাটারির ক্ষেত্রেও পার্থক্য দেখা যাবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Xiaomi 16 ফোনটিতে প্রায় 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত অন্যান্য ভেরিয়েন্টের ব্যাটারি সাইজ সম্পর্কে জানা যায়নি।
সম্ভবত আগামী 23-25 সেপ্টেম্বরে Qualcomm Snapdragon Summit ইভেন্টের পর Xiaomi 16 সিরিজ পেশ করা হতে পারে। এই সিরিজ প্রথমে হোম মার্কেট চীনে লঞ্চ করা হবে এবং এরপর ভারত সহ গ্লোবাল বাজারে পেশ করা হবে।
Xiaomi 16 সিরিজের ফোনগুলি বাজারে উপস্থিত Samsung Galaxy S25 সিরিজ এবং iQOO 13, Oneplus 13 ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। কোম্পানির এই সিরিজের ফোনগুলি প্রিমিয়াম বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের ভ্যানিলা মডেলের দাম 65,000 টাকা থাকে শুরু হতে পারে। অন্যদিকে Pro এবং Pro Max মডেলগুলি আরও দামি হবে বলে মনে করা হচ্ছে।
সব মিলিয়ে Xiaomi 16 সিরিজ ব্যাটারি, চার্জিং এবং ক্যামেরার ক্ষেত্রে বড় আপগ্রেড হতে চলেছে। যারা কম্প্য্যাক্ট ফোন খুঁজছেন, তাদের জন্য নতুন Xiaomi 16 Pro Mini ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। ভবিষ্যতে এই বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি কেনার জন্য এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। আপকামিং সিরিজের তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে আপডেট করে দেব।











