দীর্ঘ প্রতীক্ষার পর Xiaomi তাদের নাম্বার সিরিজের পরিধি বিস্তার করেছে। কোম্পানির পক্ষ থেকে চীনে এই সিরিজের অধীনে Xiaomi 17, Xiaomi 17 Pro এবং Xiaomi 17 Pro Max নামের তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই পোস্টে সিরিজের ভ্যানিলা মডেল অর্থাৎ Xiaomi 17 5G ফোনটি সম্পর্কে আলোচনা করা হল। এই নতুন ফোনটিতে শক্তিশালী পারফরমেন্স, অ্যাডভান্স ক্যামেরা এবং বড় ব্যাটারি পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা এই ফোনটি বিশ্বের প্রথম Qualcomm এর 5th-gen Snapdragon 8 Extreme Edition চিপসেট সহ স্মার্টফোন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
চীনে Xiaomi 17 ফোনটি তিনটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে। ফোনটির 12GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্ট ¥4499 অর্থাৎ প্রায় 55,800 টাকা দামে সেল করা হবে। এই ফোনের 12GB RAM + 512GB স্টোরেজ মডেলের দাম ¥4799 অর্থাৎ প্রায় 59,700 টাকা রাখা হয়েছে এবং 16GB RAM + 512GB মেমরি সহ টপ মডেল ¥4999 অর্থাৎ প্রায় 62,100 টাকা দামে বাজারে আনা হয়েছে। চীনে এই ফোনটির প্রিঅর্ডার শুরু হয়ে গেছে এবং আগামী 27 সেপ্টেম্বর থেকে সেল শুরু হবে। দামের দিক থেকে এই ফোনটি প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করা হয়েছে এবং ফোনটিকে বাজারের অন্যান্য ফোনের সঙ্গে কড়া প্রতিদ্বন্দ্বীতায় নামতে হতে পারে। ফোনটি ব্ল্যাক, হোয়াইট, আইস মেল্টিং ব্লু এবং স্নো মাউন্টেইন পিঙ্ক কালার অপশনে সেল করা হবে।
এই ফোনটির ডিসপ্লে যথেষ্ট উল্লেখযোগ্য। Xiaomi 17 ফোনে 6.3-ইঞ্চির আলট্রা লার্জ R-অ্যাঙ্গেল ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে নতুন M10 লুমিনাস ম্যাটেরিয়াল যোগ করা হয়েছে। এই স্ক্রিন 2656 x 1220 পিক্সেল রেজোলিউশন, M10 12-বিট OLED 20:9 LTPO প্যানেল, 1-120Hz ভেরিয়েবল রিফ্রেশ রেট, 3500nita পীক ব্রাইটনেস, 5,000,000:1 কন্ট্রাস্ট রেশিও, HDR10+, ডলবি ভিশন, 1920Hz PWM ডিমিং, DC ডিমিং সাপোর্ট করে। ফোনটির ওজন 191 গ্ৰাম, যা বেশ হালকা ও প্রিমিয়াম ফিল দেয়।
Xiaomi 17 ফোনে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ কম্বিনেশন রয়েছে। এর ফলে ফোনটি আলট্রা ফাস্ট পারফরমেন্স দিতে সক্ষম হবে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 8 Extreme Edition প্রসেসর দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 23mm f/1.67 Light ও Shadow Hunter 950 প্রাইমারি সেন্সর, 60mm f/2.0 Samsung JN5 টেলিফটো লেন্স এবং 17mm f/2.2 OV50M আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এই ফোনটির ক্যামেরা লো লাইট ফটোগ্রাফি থেকে শুরু করে পোর্ট্রেট এবং ওয়াইড অ্যাঙ্গেল সব ধরনের শটের ক্ষেত্রেই ইউজারদের দারুণ এক্সপেরিয়েন্স দেবে।
কোম্পানির পক্ষ থেকে ফোনটির ব্যাটারি সেগমেন্টে বড়সড় পরিবর্তন করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 17 ফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি 100W ওয়্যার্ড চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং, ম্যাগনেটিক চার্জিং, 22.5W ওয়্যারলেস ও রিভার্স চার্জিং সাপোর্ট করে।
ডিউরেবিলিটির দিক থেকেও এই ফোনটি অত্যন্ত মজবুত। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য Xiaomi 17 ফোনে IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে USB 3.2 Gen1 কানেক্টিভিটি যোগ করা হয়েছে, ফলে এতে হাই স্পীড ডেটা ট্রান্সফারের সুবিধা পাওয়া যাবে।
Xiaomi 17 ফোনটি শক্তিশালী প্রসেসর, হাই কোয়ালিটি ক্যামেরা, বড় ব্যাটারি এবং প্রিমিয়াম ডিজাইন সহ একটি পারফেক্ট ফ্ল্যাগশিপ অপশন হয়ে উঠতে পারে। ফোনটির দামও ফিচার হিসাবে ঠিকঠাকই বলা যায়। তবে এই নতুন ফোনটিকে Samsung Galaxy S25, OnePlus 13 এবং iQOO 13 ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।











