বিগত বেশ কিছু দিন ধরেই Xiaomi এর আপকামিং ফ্ল্যাগশিপ Xiaomi 17 Ultra ফোনের তথ্য প্রকাশ্যে এসে চলেছে। সম্প্রতি ফোনের অসাধারণ ক্যামেরা ফিচার সম্পর্কে জানা গেছে। এবার 3C সার্টিফিকশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি রিপোর্ট অনুযায়ী এবার কোম্পানি শক্তিশালী ফিচার এবং অসাধারণ কানেক্টিভিটি সহ তাদের Ultra মডেল লঞ্চ করতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফ্ল্যাগশিপ Xiaomi 17 Ultra ফোনের ডিটেইলস সম্পর্কে।
3C লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Xiaomi 17 Ultra ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ কর হবে। এর আগে ভ্যানিলা মডেল 2512BPNDAC মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। তবে আরেকটি 25128PNA1C মডেল নাম্বার সহ ভেরিয়েন্টে ডুয়েল স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট করতে পারে। এই ফোনটিতে Tiantong-1 স্যাটেলাইট কলিং এবং Beidou শর্ট-ম্যাসেজ কমিউনিকেশন দেওয়া হতে পারে। এর মাধ্যমে নেটওয়ার্ক ছাড়াই কল এবং ম্যাসেজ পাঠানো যাবে।
Xiaomi 17 Ultra ফোনটিতে 100W ওয়ার্ড ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে কনফার্ম জানা গেছে। এটি আগের Xiaomi 15 Ultra ফোনের 90W চার্জিঙের তুলনায় শক্তিশালী। আগে থেকে এই ফোনটিতে ব্যাটারি দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানানো হয়নি।
আগের লিক অনুযায়ী Xiaomi 17 Ultra ফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 50MP Omnivision OV50X (1-ইঞ্চির সেন্সর) প্রাইমারি ক্যামেরা, 50MP Samsung JN5 আল্ট্রা ওয়াইড, 50MP Samsung JN5 টেলিফটো এবং 200MP ISOCELL HP5 পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে।
Xiaomi 17 Ultra ফোনটিতে 6.85 ইঞ্চির 2K LTPO OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। ফলে স্ক্রিনটি অত্যন্ত পাতলা হবে বলে মনে করা হচ্ছে। এই ফোনটিতে এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকতে পারে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP রেটিং এবং বড় ব্যাটারির মতো প্রিমিয়াম ফিচার যোগ করা হতে পারে।
Xiaomi 17 Ultra ফোনটি বাজারে উপস্থিত Samsung Galaxy S25 Ultra, iPhone 16 Pro Max এবং Vivo X200 Pro ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা অসাধারণ ক্যামেরা, টপ পারফরমেন্স এবং অ্যাডভান্স কানেক্টিভিটি সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Xiaomi 17 Ultra ফোনটি একটি ভালো অপশন হতে পারে। রিপোর্ট অনুযায়ী এই বছরের শেষের দিকে বা 2026 সালের জানুয়ারি মাসে চীনের বাজারে Xiaomi 17 Ultra ফোনটি লঞ্চ করা হতে পারে। এরপর ভারতের বাজারেও ফোনটি পেশ করা হতে পারে।
যেসব ইউজাররা উপরোক্ত স্পেসিফিকেশন দেখে ফোনটি কিনতে চাইছেন, তাঁরা কিছু দিন অপেক্ষা করতে পারেন। আসন্ন Xiaomi 17 Ultra ফোনের নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











