একটি বিশেষ নারী-কেন্দ্রিক ফোন প্রস্তুত করছে Xiaomi! জেনে নিন ফিচার

Highlights

  • Xiaomi CIVI 3 একটি নারী-কেন্দ্রিক ফোন বলে জানা গেছে।
  • এই ফোনে দুটি 32MP সেলফি সেন্সর থাকতে পারে।
  • এই Xiaomi ফোনটি Dimensity 8200-এ লঞ্চ হতে পারে।

Xiaomi সম্পর্কে খবর রয়েছে যে কোম্পানি তাদের নতুন স্মার্টফোন CIVI 3 নিয়ে কাজ করছে। যদিও এই স্মার্টফোন সিরিজটি ভারতীয় মার্কেটে আনা হয়নি, তবে এর শক্তিশালী স্পেসিফিকেশন এবং আধুনিক ফিচার সমগ্র টেক জগতের দৃষ্টি আকর্ষণ করেছে। আসন্ন Xiaomi CIVI 3 স্মার্টফোনটিও কিছুটা একই শক্তি সহ আসতে চলেছে। এই পোস্টে আপনাদের এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

চীনা মাইক্রোব্লগিং সাইট Weibo তে Xiaomi CIVI 3-এর ডিটেইলস শেয়ার করা হয়েছে। ইন্টারেস্টিং বিষয়টি হল এই Xiaomi ফোনটিকে নারী-কেন্দ্রিক বলে বর্ণনা করা হয়েছে অর্থাৎ এই ফোনটি বিশেষ করে নারীদের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। এই মোবাইলের প্রধান USP হল ক্যামেরা ডিপার্টমেন্ট এবং সেলফি সেন্সর। অন্যদিকে Xiaomi CV3 স্মার্টফোনটি আকর্ষণীয় ডিজাইন এবং কালার অপশনে লঞ্চ করা হবে।

Xiaomi CIVI 3 স্মার্টফোনের স্পেসিফিকেশন

  • 32MP + 32MP সেলফি ক্যামেরা
  • Sony IMX800 রেয়ার ক্যামেরা
  • 120Hz FHD+ AMOLED ডিসপ্লে
  • MediaTek Dimensity 8200

রিপোর্ট অনুযায়ী এই Xiaomi ফোনের ফ্রন্ট প্যানেলে ডুয়াল সেলফি ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই স্মার্টফোনটি 32 মেগাপিক্সেলের দুটি লেন্স সাপোর্ট করবে। ব্যাক প্যানেলে Sony IMX800 প্রাইমারি সেন্সর দেখা যাবে। এটি একটি 50 মেগাপিক্সেল লেন্স হতে পারে।

Xiaomi CIVI 3 স্মার্টফোনটি Full HD+ রেজোলিউশন যুক্ত স্ক্রিন সহ লঞ্চ করা হবে। এই ফোনের স্ক্রিনটি একটি AMOLED প্যানেলে তৈরি করা হবে, যা 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। প্রসেসিং এর জন্য, এই স্মার্টফোনটিতে MediaTek Dimensity 8200 চিপসেট দেখা যাবে।

Xiaomi CIVI 2

এই স্মার্টফোনটি চীনে লঞ্চ করা হয়েছে, যা Xiaomi 13 Lite নামে আন্তর্জাতিক মার্কেটে প্রবেশ করতে পারে। এই মোবাইলটি 2.4GHz ক্লক স্পিড সহ Qualcomm Snapdragon 7 Gen 1 Octacore প্রসেসরে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.55-ইঞ্চি Full HD + ডিসপ্লে রয়েছে, যা 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।

Xiaomi 13 Lite অর্থাৎ Xiaomi Civi 2 স্মার্টফোনে একটি 32-মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা রয়েছে। এর ব্যাক প্যানেলে একটি 50 মেগাপিক্সেল, 20 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই মোবাইল ফোনে একটি 4,500 mAh ব্যাটারি রয়েছে যা 67W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here