শাওমি মি 6এস গীকবেঞ্চে হল লিস্টেড, সবচেয়ে লেটেস্ট অ্যান্ড্রয়েড ও 6 জিবি র‍্যামের সঙ্গে চলবে লঞ্চ

কিছু দিন আগে শাওমি ভারতে রেডমি 6এ, রেডমি 6 ও রেডমি 6 প্রো মডেল লঞ্চ করেছে। খবর পাওয়া গেছে কোম্পানি খুব তাড়াতাড়ি নিয়ে আসছে এবং এই ফোনটি দীপাবলির আগে ভারতে লঞ্চ হতে পারে। এই ফোনটি নিয়ে সমালোচনা চলছিল এর মধ্যেই কোম্পানি 6 সিরিজের একটি ফোনের তথ্য লিক হয়েছে। গীকবেঞ্চে শাওমি মি 6এস লিস্টেড করা হয়েছে। কোম্পানি গত বছর মি 6 লঞ্চ করেছিল তবে ফোনটি ভারতে লঞ্চ করা হয়নি। শাওমি মি 6এস এই ফোনটির‌ই নতুন ভার্সন। আপাতত কোম্পানি এবিষয়ে কিছু বলেনি।

সারৃটিফিকেশন সাইট গীকবেঞ্চে শাওমি রেডমি 6এস এর কিছু স্পেসিফিকেশন দেওয়া হয়েছে। লিস্ট করা ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইতে রান করে। সেই তুলনায় এর প্রসেসর একটু পুরোনো। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন এম‌এস‌এম8998 চিপসেটে রান করে। এই চিপসেটটি স্ন‍্যাপড্রাগন 835 নামে পরিচিত যার ব‍্যবহার কোম্পানি গত বছর লঞ্চ হ‌ওয়া মি6 ও মি মিক্স 2 তে করা হয়েছে। এটি একটি হাই রেঞ্জের প্রসেসর যা এর উন্নত পারফরম্যান্সের জন্য সুপরিচিত।

লিস্ট করা ফোনটির প্রসেসর ক্লক স্পীড 2.11 গিগাহার্টসের। এর সঙ্গে এতে 6 জিবি র‍্যামের কথা বলা হয়েছে। এছাড়া এটি সম্পর্কে বেশি কথা বলা হয়নি।

শাওমি মি 6 এর কথা বলতে গেলে বলতে হয় এই ফোনটি 2.5ডি কার্ভড গ্লাসযুক্ত 5.15 ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন দেওয়া হয়েছে। শাওমি মি6 এ হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনে 12 মেগাপিক্সেলের ডুয়েল ক‍্যামেরা দেওয়া হয়েছে। ডুয়েল ক‍্যামেরার সঙ্গে এতে ডুয়েল ফ্ল‍্যাশ‌ও দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা আছে যা এইচডি ভিডিও রেকর্ড করতে সক্ষম।

শাওমি মি6 এ কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 835 চিপসেটে রান করে। এতে 2.5 গিগাহার্টসের কোরিও প্রসেসর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে 6 জিবি র‍্যাম ও 64 জিবি ইন্টারনাল মেমরি আছে। এই ফোনটির 128 জিবি মেমরিসহ একটি অন্য ভেরিয়েন্ট পাওয়া যায়। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য শাওমি মি6 এ 3,350 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here