জুনের শেষে শাওমির আগামী স্মার্টফোন মি ম্যাক্স 3 এর ফোটো ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। এই লিক থেকে এই ফোনটির দাম সম্পর্কেও জানা গেছে। এই লিক থেকে জানা দাম কতটা সঠিক তা তো লঞ্চের সময়েই জানা যাবে তবে ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে সেব্যাপারে স্বয়ং কোম্পানির সিইও জুন সূত্র দিয়ে দিয়েছেন। শাওমির সিইও লেই জুন মি ম্যাক্স 3 এর রিটেইল বক্সের ফোটো অনলাইন শেয়ার করেছেন।
লেই জুন মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে এই রিটেইল বক্সের ফোটো পোস্ট করেছেন। এই বক্সে একই সঙ্গে বড় করে ম্যাক্স ও 3 লেখা আছে। এই বাক্সটি অপেক্ষাকৃত একটু বড় যার থেকে বোঝা যায় এতে বড় ডিসপ্লে থাকবে। জুন পোস্টে মি ম্যাক্স 3 এর স্পেসিফিকেশন জানাননি তবে ইউজারদের কাছে প্রশ্ন করেছেন তারা মি ম্যাক্স 3 থেকে কি আশা রাখেন।
প্রকাশ হওয়া ফোটো অনুযায়ী এটি একটি বেজল লেস ফোন হবে যা 18:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হতে পারে। ফ্রন্ট প্যানেলে সিঙ্গেল ক্যামেরা দেখা গেছে এবং ব্যাক প্যানেলে মি8 স্মার্টফোনের মত ভার্টিকাল শেপের ডুয়েল রেয়ার ক্যামেরা আছে। ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে শাওমির লোগো দেওয়া হয়েছে। ডানদিকের প্যানেলে ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন দেওয়া আছে।
আগে প্রকাশিত কিছু লিক অনুসারে মি ম্যাক্স 3 তে 6.99 ইঞ্চির বড় ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে দেওয়া হতে পারে এবং এতে মেটাল ডিজাইন দেওয়া হতে পারে। স্মার্টফোনটিতে 3 জিবি, 4 জিবি ও 6 জিবি র্যাম দেওয়া হতে পারে ও এই ভেরিয়েন্টগুলিতে যথাক্রমে 32 জিবি, 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল মেমরি থাকতে পারে। প্রতিটি ভেরিয়েন্টে 128 জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করবে।
মি ম্যাক্স 3 তে কোন চিপসেট থাকবে তা বলা না হলেও আগের লিক থেকে জানা গেছে এতে অ্যান্ড্রয়েড 8.1 আধারিত।মিইউআই 10 থাকবে যার সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 710 চিপসেটে রান করবে। কয়েক দিন আগে ওয়েইবোতে একটি লিকে বলা হয়েছে এতে 1.8 গিগাহার্টসের ক্লক স্পীড প্রসেসর।দেওয়া হতে পারে।
লিক অনুযায়ী ফোটোগ্রাফির জন্য মি ম্যাক্স 3 তে ডুয়েল রেয়ার ক্যামেরা এআই ক্ষমতাসম্পন্ন হবে এবং এতে সোনী আইএমএক্স363 সেন্সর দেওয়া হবে। ফোনটিতে অ্যাম্প্লিফায়ার স্পীকার থাকবে এবং এতে ইনফ্রারেড টেকনিকও থাকবে। জানা গেছে এতে 5,500 এমএএইচ ব্যাটারী থাকবে ও ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আগের লিক অনুযায়ী য়ি ম্যাক্স 3 ফোনটি শাওমি 1,699 চীনা ইউয়ান দামে লঞ্চ করবে। ভারতীয় টাকায় এটি প্রায় 18,000 টাকা। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি ফোনটির লঞ্চ ডেট ঘোষণা হবে।