চীনে আজ একটি ইভেন্টের মাধ্যমে শাওমি আন্তর্জাতিক বাজারে দুটি দুর্দান্ত ডিভাইস পেশ করেছে। কোম্পানি একদিকে রেডমি সিরিজের নতুন স্মার্টফোন রেডমি 6প্রো লঞ্চ করেছে অপরদিকে তেমন মি প্যাড সিরিজের নতুন ট্যাবলেট মি প্যাড 4 লঞ্চ করেছে। এই দুটি ডিভাইসেই কম দামে দুর্দান্ত স্পেসিফিকেশন পাওয়া যাবে। রেডমি 6প্রোর দাম, ফিচার ও স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন। মি প্যাড 4 এর ফিচার ও স্পেসিফিকেশন হল :
মি প্যাড 4 এ 16:10 আসপেক্ট রেশিওযুক্ত মেটাল ইউনিবডি ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। এই ডিভাইসে 1920 × 1200 পিক্সেল রেজলিউশনওয়ালা 8 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে আছে। ট্যাবলেটটি 2.2 গিগাহার্টসের ক্লক স্পীড প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। গ্ৰাফিক্সের জন্য এতে এড্রিনো 512 জিপিইউ আছে।
শাওমি মি প্যাড 4 এর দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে। একটি ভেরিয়েন্টে 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে অপর ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি মেমরি আছে। ফোটোগ্রাফির জন্য মি প্যাড 4 এর ব্যাক প্যানেলে এফ/2.0 অ্যাপার্চারসহ 13 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা ও সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
মি প্যাড 4 এ ব্লুটুথ, ওয়াইফাই এবং ইউএসবি টাইপ সি এর সঙ্গে 4জি ভোলটিই সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার আছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6,000 এমএএইচ ব্যাটারী আছে। মি প্যাড 4 এর ওয়াইফাই এডিশনের দাম 1,099 ইউয়ান (প্রায় 11,400 টাকা) এবং 4জি এডিশনের দাম 1,499 ইউয়ান (প্রায় 15,600 টাকা) রাখা হয়েছে