নতুন টিজার শেয়ার করল Xiaomi, শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে CIVI সিরিজের স্মার্টফোন

শাওমি তাদের ইউজারদের জন্য নতুন এবং ইউনিক কিছু নিয়ে আসতে চলেছে। আজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে একটি নতুন টিজার প্রকাশ্যে এসেছে, তাই শীঘ্রই CIVI সিরিজের স্মার্টফোন লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি এর আগেও লিক রিপোর্টের মাধ্যমে ভারতে CIVI সিরিজের ফোন লঞ্চ করা হতে পারে বলে জানা গিয়েছিল। তবে এবার কোম্পানির পক্ষ থেকে আসন্ন ফোন সম্পর্কে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক টিজার ভিডিও এবং সম্ভাব্য স্মার্টফোনটি সম্পর্কে।

ভারতে Xiaomi CIVI ফোনের লঞ্চ টিজার

  • কোম্পানি তাদের অফিসিয়াল হ্যান্ডেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নতুন টিজার ভিডিও শেয়ার করেছে। এতে সিনেমেটিক বিজন সম্পর্কে জানানো হয়েছে।
  • নীচে দেওয়া টিজার ভিডিও তে লাল রঙের সিনেমেটিকের ‘CI’ এবং বিজনের ‘VI’ টেক্সচার দেখানো হয়েছে। তাই ভারতে CIVI সিরিজের স্মার্টফোন লঞ্চ করা হবে বলে কনফর্ম মনে করা হচ্ছে।
  • ভারতে Xiaomi 14 CIVI নামের নতুন ফোন লঞ্চ করা হতে পারে। এই ফোনটি চীনে পেশ হওয়া Xiaomi CIVI 4 Pro স্মার্টফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে।
  • জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের নাম জানানো হয়নি, কিন্তু শীঘ্রই এই ফোন সম্পর্কে নতু আপডেট প্রকাশ্যে আসতে পারে।

Xiaomi Civi 4 Pro এর স্পেসিফিকেশন (চীন)

  • ডিসপ্লে: Xiaomi Civi 4 Pro স্মার্টফোনে 120Hzরিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাপ্লিং রেট, 3000 নিটস পীক ব্রাইটনেস সহ 6.55-ইঞ্চির 1.5K এমোলেড ডিসপ্লে রেয়েছে। এই ফোনের ডিসপ্লে প্রোটেকশনের জন্য কর্নিং গোরিলা গ্লাস বিক্টস 2 প্রোটেকশন দেওয়া হয়েছে।
  • প্রসেসর: এই স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনে অ্যাড্রিনো 735 জিপিইউ রয়েছে।
  • স্টোরেজ: এই ফ্ল্যাগশিপ ফোনে 12GB LPPDDR5x RAM এবং 512GB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: Xiaomi Civi 4 Pro স্মার্টফোনে Leica Summilux লেন্স সহ 50MP প্রাইমারি ক্যামেরা, 12MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং 50MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য আল্ট্রা-ওয়াইড লেন্স সহ দুটি 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: Xiaomi Civi 4 Pro ফোনে 67W ফাস্ট চার্জিং সহ 4,700mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • ওএস: এই ফোনে Xiaomi Civi 4 Pro অ্যান্ড্রয়েড 14 এবং হাইপারওএস সহ কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here