মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 এর মঞ্চে দাঁড়িয়ে শাওমি টেক জগতে তাদের নতুন ডিভাইস পেশ করেছে। মোবাইল জগতের এই সবচেয়ে বড় ইভেন্টে কোম্পানি তাদের Xiaomi 14 এবং 14 Ultra স্মার্টফোন, Xiaomi Watch S3 এবং Xiaomi Pad 6S Pro ডিভাইসগুলি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। এই পোস্টে শাওমির লেটেস্ট ফ্ল্যাগশিপ ট্যাবলেট ডিভাইস Pad 6S Pro এর ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল।
Xiaomi Pad 6S Pro এর দাম
MWC এর মঞ্চে শাওমি তাদের Xiaomi Pad 6S Pro ট্যাবটি 8GB RAM + 256GB স্টোরেজ সহ 699 ইউরো দামে লঞ্চ করেছে। ভারতীয় টাকার দরে এই দাম প্রায় 62,999 টাকার কাছাকাছি। এই ট্যাবলেটের সঙ্গে কোম্পানি Touchpad Keyboard পেশ করেছে এবং এর দাম 169 ইউরো অর্থাৎ প্রায় 15,000 টাকা। ব্র্যান্ড তাদের Xiaomi Focus Pen এর দাম রেখেছে 99 ইউরো অর্থাৎ প্রায় 8,890 টাকা। জানিয়ে রাখি ভারতে এই ট্যাবলেট লঞ্চ করা হলে এর দাম বেশ কিছুটা কম হবে।
✨See more, do more, and experience more!#XiaomiPad6SPro 12.4 is set to redefine what #BigOnBigger means with an expanded 12.4-inch display! #XiaomiLaunch pic.twitter.com/VqWe7tYV0S
— Xiaomi (@Xiaomi) February 25, 2024
Xiaomi Pad 6S Pro এর স্পেসিফিকেশন
স্ক্রিন: এই শাওমি ট্যাবটিতে 3048 × 2032 পিক্সেল রেজোলিউশন সহ 12.4 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। 3K ডিসপ্লে এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 144 হার্টজ রিফ্রেশরেটে কাজ করে। এই স্ক্রিনে 900 নিট ব্রাইটনেস, 1400:1 কন্ট্রাস্ট রেশিও এবং HDR10+ ডলবির মতো বিভিন্ন ফিচার সহ কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আছে।
প্রসেসর: Xiaomi Pad 6S Pro ট্যাবটি অ্যান্ড্রয়েড 14 বং হাইপার ওএস সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিং এর জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.19 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 অক্টা-কোর প্রোসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়াও গ্রাফিক্সের জন্য এই ট্যাবটিতে অ্যাড্রেনো 740 জিপিইউ রয়েছে।
মেমরি: শাওমির এই ট্যাবটি বিভিন্ন মার্কেটে আলাদা আলাদা ভেরিয়েন্টে েল করা হবে। এর বেস ভ্যারিয়েন্টে 8জিবি র্যাম ও 256জিবি স্টোরেজ রয়েছে এবং সবচেয়ে বড় মডেলটি 16জিবি র্যাম + 1টিবি স্টোরেজ সাপোর্ট করে।
রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ট্যাবলেট ডিভাইসটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলার, রিল তৈরি করার এবং ভিডিও কল করার জন্য Xiaomi Pad 6S Pro ট্যাবে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। 1/3.6-ইঞ্চির সেন্সর ব্যবহার করে তৈরি এই ক্যামেরা এফ/2.2 অ্যাপারচারে কাজ করে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi Pad 6S Pro ট্যাবলেটে শক্তিশালী 10,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিটি দ্রুত চার্জ করার জন্য এই ডিভাইসটি 120 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।
Xiaomi Pad 6S Pro এর ফিচার
- Metal Integrated Fuselage
- 6 Stereo Speakers
- Dolby Atmos Speakers
- Side Fingerprint Sensor
- USB 3.2 Gen 1
- Bluetooth 5.3
- WiFi 7