Xiaomi গতকাল চীনে তাদের শক্তিশালী Xiaomi 17 সিরিজ লঞ্চ করেছে। এই ইভেন্টের মঞ্চ থেকেই কোম্পানির পক্ষ থেকে নতুন Pad 8 সিরিজের ট্যাবলেট পেশ করা হয়েছে। এই সিরিজের অধীনে Xiaomi Pad 8 এবং Xiaomi Pad 8 Pro ট্যাবলেট লঞ্চ করা হয়েছে। এই দুটি ডিভাইসেই সুন্দর ডিজাইন ও শক্তিশালী পারফরমেন্স পাওয়া যাবে। আগামী কয়েক মাসের মধ্যে এই দুটি ট্যাবলেট ভারত সহ অন্যান্য বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন দুটি ডিভাইসের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।
Xiaomi Pad 8 সিরিজের দুটি ট্যাবেই 11.2-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 3.2K রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট, 345ppi পিক্সেল ডেনসিটি এবং 800nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ডিসপ্লেতে TUV Rheinland ট্রিপল আই প্রোটেকশন যোগ করা হয়েছে এবং এটির Soft Light Edition এ AG ন্যানো-টেক্সচার+AR কোটিং রয়েছে, যার ফলে রিফ্লেক্টিবিলিটি 70% কমে যায়।
প্রসেসিঙের জন্য Xiaomi Pad 8 ট্যাবে Snapdragon 8s Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। একইভাবে Pad 8 Pro ট্যাবটিতে আরও শক্তিশালী Snapdragon 8 Elite চিপসেট যোগ করা হয়েছে। বোঝাই যাচ্ছে এই দুটি ডিভাইস হাই পারফরমেন্স এবং প্রফেশনাল ইউজারদের জন্য যথেষ্ট উল্লেখযোগ্য হতে চলেছে।
Xiaomi Pad 8 এবং Xiaomi Pad 8 Pro ট্যাবদুটি Xiaomi HyperOS 3-তে কাজ করে। এর ফলে এতে PC-লেভেল মাল্টি টাস্কিং, PC ব্রাউজার এবং প্রফেশনাল অ্যাপ্লিকেশন (WPS, CAD, CAJ) সাপোর্ট রয়েছে। এই দুটি ডিভাইসের ওজন 485 গ্ৰাম এবং থিকনেস 5.75mm। এই ডিভাইসে বিভিন্ন অ্যাক্সেসরিজ যেমন Focus Touch Pen Pro এবং Floating Keyboard ব্যবহার করা যায়।
অডিওর জন্য উভয় মডেলে Dolby Atmos সাপোর্টেড চারটি স্পিকার এবং চারটি মাইক যোগ করা হয়েছে। এর সঙ্গে এতে Harman AudioEFX টিউনিং রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে WiFi 7, Bluetooth 5.4, USB Type-C পোর্ট এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi Pad 8 এবং Xiaomi Pad 8 Pro ট্যাবে 9200mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এর মধ্যে Pad 8 ট্যাবে 45W ফাস্ট চার্জিং এবং Pad 8 Pro ট্যাবে 67W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
Xiaomi Pad 8 এর প্রাথমিক দাম 2,199 ইউয়ান (প্রায় 27,370 টাকা) রাখা হয়েছে এবং এটির হাই এন্ড Nano Soft Light Edition 12GB + 256GB ভেরিয়েন্ট 2,999 ইউয়ান (প্রায় 37,325 টাকা) দামে পেশ করা হয়েছে। Xiaomi Pad 8 Pro এর বেস মডেল 2,799 ইউয়ান (প্রায় 34,835 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসের প মডেল 16GB + 512GB Nano Soft Light Edition 4,099 ইউয়ান (প্রায় 51,014 টাকা) দামে সেল করা হবে। চীনে এই ট্যাবদুটি Pine Green, Ice Crystal Blue এবং Black কালার অপশনে পেশ করা হয়েছে।
যেসব ইউজাররা শক্তিশালী পারফরমেন্স পছন্দ করেন কোম্পানি মূলত তাদের জন্য Xiaomi Pad 8 সিরিজ লঞ্চ করেছে। মার্কেটে উপস্থিত Samsung Galaxy Tab S10 FE, OnePlus Pad 3 এবং Apple iPad Air 11 ডিভাইসগুলির সঙ্গে এই নতুন ট্যাবগুলির প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। যারা নতুন এক অ্যাডভান্স ট্যাবলেট কেনার কথা ভাবছেন তাদের জন্য এই দুটি ডিভাইস অসাধারণ অপশন। তবে গ্লোবাল ইউজারদের এই ডিভাইসগুলির জন্য কিছু দিন অপেক্ষা করতে হতে পারে।











