50MP ক‍্যামেরা, Helio G88 চিপসেট এবং5000mAh ব‍্যাটারির সঙ্গে লঞ্চ হল Xiaomi Redmi 10, জেনে নিন দাম

Xiaomi দীর্ঘ প্রতীক্ষার পর তাদের বাজেট স্মার্টফোন Redmi 10 লঞ্চ করে দিয়েছে। গত বছর লঞ্চ করা Redmi 9 এর সাকসেসার রূপে কোম্পানি Redmi 10 ফোনটি সবার আগে মালয়েশিয়ার মার্কেটে পেশ করেছে। বছর বছরের তুলনায় কোম্পানি এই বছর হাই রিফ্রেশরেট, উন্নত প্রসেসর এবং আপগ্ৰেডেড ক‍্যামেরার মতো কিছু পরিবর্তন করেছে। লেটেস্ট Redmi 10 ফোনটিতে কোম্পানি 90Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে AI-ড্রাইভার 50-মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ, মিডিয়াটেকের Helio G88 চিপসেট, শক্তিশালী ব‍্যাটারি এবং ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। এই পোস্টে আমরা Redmi 10 ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে কথা বলবো।

Redmi 10 এর ফিচার ও স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Xiaomi Redmi 10 ফোনটিতে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.5-ইঞ্চির IPS LCD ডিসপ্লে যোগ করেছে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও 20:9 এবং সেলফি ক‍্যামেরার জন্য এতে পাঞ্চ হোল কাট‌আউট রয়েছে। ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে গোরিলা গ্লাস 3 ব‍্যবহার করা হয়েছে।

ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য Xiaomi Redmi 10 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। সেলফির জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে।

Helio G88 চিপসেটযুক্ত প্রথম স্মার্টফোন

লেটেস্ট Xiaomi Redmi 10 ফোনটিতে মিডিয়াটেকের Helio G88 চিপসেট দেওয়া হয়েছে। জানিয়ে রাখি Xiaomi Redmi 10 ফোনটি এই চিপসেটের সঙ্গে লঞ্চ করা প্রথম স্মার্টফোন। এই ফোনে 6GB পর্যন্ত LPDDR4x RAM এবং 128GB পর্যন্ত eMMC স্টোরেজ দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব‍্যাটারি যোগ করা হয়েছে। এছাড়াও এই ফোনে USB Type-C পোর্ট এবং 9W রিভার্স চার্জিং ফিচার আছে।

এই ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে MIUI 12.5 এ কাজ করে। Xiaomi Redmi 10 এ ডুয়েল স্পীকার, ডুয়েল 4G VoLTE, Wi-Fi 5, Bluetooth 5.0, GPS, IR blaster এবং 3.5mm অডিও জ‍্যাক দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনটির ডানদিকের প‍্যানেলে অবস্থিত পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড করা হয়েছে। 

Xiaomi Redmi 10 এর দাম

মালয়েশিয়ার মার্কেটে Xiaomi Redmi 10 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির প্রথম ভেরিয়েন্টে 4GB RAM ও 64GB মেমরি আছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টে 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ যোগ করা হয়েছে। প্রথম ভেরিয়েন্টটি 649 RM (প্রায় 11,300 টাকা) এবং দ্বিতীয় ভেরিয়েন্টটি 749 RM (প্রায় 13,000 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। Redmi 10 ফোনটি কার্বন গ্ৰে, হোয়াইট এবং সী ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here