দাম বাড়ল Xiaomi Redmi Note 10 Pro স্মার্টফোনের, হতাশ ইউজাররা

শাওমি কয়েক মাস আগে তাদের ‘রেডমি নোট 10’ সিরিজে অসাধারন 4জি স্মার্টফোন Redmi Note 10 Pro লঞ্চ করেছিল। 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ, স্ন‍্যাপড্রাগন 732জি।চিপসেট, 5,020 এম‌‌এএইচের ব‍্যাটারি সহ আরও আকর্ষণীয় ফিচারের সঙ্গে এই ফোনটি মার্কেটে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। ফোনটি হিট হ‌ওয়ার আরেকটি অন‍্যতম কারণ অবশ্য ছিল এর কম দাম। কিন্তু এবার কোম্পানি গ্ৰাহকদের আশ্চর্য করে Redmi Note 10 Pro এর দাম বাড়িয়ে দিয়েছে।

Redmi Note 10 Pro এর দাম

ভারতে Redmi Note 10 Pro ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 500 টাকা বাড়ানো হয়েছে। আগে এই ভেরিয়েন্টটি 16,999 টাকা দামে সেল করা হত, কিন্তু এখন দাম বেড়ে যাওয়ার পর ফোনটি 17,499 টাকা দামে বিক্রি করা হবে। ফোনটির বাকি দুটি ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ আছে এবং এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 15,999 টাকা এবং 18,999 টাকা।

 Redmi Note 10 Pro এর স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে Redmi Note 10 Pro ফোনটি গ্লাস ফিনিশযুক্ত কার্ভড বডির সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনে পাঞ্চ হোল কাট‌আউট সহ 6.67 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের ডিসপ্লে গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড এবং 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এছাড়া এই ফোনের ডিসপ্লে 1200 নিটস ব্রাইটনেস ও HDR10 সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,020 এম‌‌এএইচের ব‍্যাটারি আছে।

Redmi Note 10 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে মিইউআই 12 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 8 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 732জি চিপসেট রয়েছে। এছাড়া গ্ৰাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 618 জিপিইউ দেওয়া হয়েছে। Redmi Note 10 Pro ফোনটিতে LPDDR4x RAM আছে।

ফোটোগ্রাফির জন্য Redmi Note 10 Pro তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি Samsung GW3 সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এতে 5 মেগাপিক্সেলের সুপার ম‍্যাক্রো লেন্স, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here