মহারাষ্ট্রে দুর্ঘটনা : আগুন লাগল Xiaomi Redmi Note 7S স্মার্টফোনে

মোবাইল ফোনে আগুন ধরা এবং ব‍্যাটারী বিস্ফোরণ হ‌ওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কিছু কিছু দুর্ঘটনার মূলে থাকে ইউজারদের ভুল, যার ফলে প্রতিটি দুর্ঘটনার পর ইউজারদের নতুন শিক্ষা দেয়। যদি ইউজারের ভুলে দুর্ঘটনা ঘটে তবে সেটা সবাইকে বোঝানো যায়। কিন্তু যদি কোনো ভুল ছাড়াই স্মার্টফোনে আগুন ধরে তবে? আর যদি এমনটা হয় যে সেই ফোনটি মাত্র এক মাস আগে কেনা হয়ে থাকে এবং ফোনটি রাখা অবস্থায় একা একাই আগুন লেগে যায় তবে? এমনই একটি ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে, সেখানে এক যুবকের একদম নতুন স্মার্টফোনে আগুন লেগেছে। এই স্মার্টফোনটি ছিল Xiaomi এর Redmi Note 7S।

আরও পড়ুন : খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে Samsung Galaxy A80 এর শক্তিশালী ভেরিয়েন্ট

মহারাষ্ট্রের থানে এলাকায় এই Xiaomi Redmi Note 7S এ আগুন ধরার ঘটনা ঘটেছে। ঈশ্বর চৌহান নামক এক ইউজার Redmi Note 7S ব‍্যবহার করছিলেন। চৌহানের বক্তব্য অনুযায়ী তিনি গত মাসের 1 অক্টোবর তাঁর নিজের জন্য Xiaomi Redmi Note 7S অর্ডার করেছিলেন। অনলাইন শপিং সাইট থেকে Xiaomi Redmi Note 7S অর্ডার করার পর 3 অক্টোবর তিনি তাঁর ফোন হাতে পান। তিনি গত এক মাস ধরে কোনো সমস্যা ছাড়াই তাঁর ফোন ব‍্যবহার করছিলেন।

কিন্তু গত 3 নভেম্বর যখন চৌহান তাঁর অফিসে বসে কাজ করছিলেন হঠাৎ তিনি কিছু পোড়ার গন্ধ পান। এদিক ওদিক তাকিয়ে তিনি দেখতে পান পাশের টেবিলে রাখা তাঁর Xiaomi Redmi Note 7S থেকে ধোঁয়া বের হচ্ছে। তারপর হঠাৎ করেই তাঁর ফোনে আগুন লেগে যায়। তিনি যতক্ষণে ধাতস্থ হয়ে পুরো ঘটনা বুঝতে পারলেন ততক্ষণে তাঁর ফোনের প্লাস্টিক কভার গলে গেছে এবং ফোন অত্যন্ত গরম হয়ে যাওয়ায় তিনি তাঁর ফোন ধরতেও পারছিলেন না।

আরও পড়ুন : 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 6 জিবি র‍্যামযুক্ত Vivo U20 ভারতে লঞ্চ হবে 22 নভেম্বর

তবে ভাগ্য ভালো ছিল যে চৌহানের Xiaomi Redmi Note 7S এ শুধুমাত্র আগুন ধরেছিল, সেটি ফেটে যায়নি। ফোনটিতে বিস্ফোরণ ঘটলে বড়সড় কোনো দুর্ঘটনাও ঘটতে পারত। এই ঘটনায় চৌহান বা সেখানে উপস্থিত কোনো ব‍্যাক্তি আঘাত পাননি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি সেই মুহূর্তে তাঁর ফোন চার্জ করছিলেন না বা তাঁর ফোন আগে হাত থেকেও পড়ে যায়নি। আগুন ধরার সময় ফোনটি পাশে রাখা ছিল, এমনকি ব‍্যবহার‌ও করা হচ্ছিল না।

ফোনটি বাজে ভাবে পুড়ে যাওয়ায় চৌহান তাঁর ফোন থেকে সিম কার্ড পর্যন্ত বের করতে পারেননি। অন‍্যদিকে Redmi Note 7S এ আগুন ধরার ঘটনা যখন Xiaomi কর্তৃপক্ষকে জানানো হয়, কোম্পানি গা ঝাড়া উত্তর দেয় যে এর বদলে কোম্পানির পক্ষ থেকে নতুন স্মার্টফোন দিতে পারবে না। কোম্পানির এই ঠান্ডা রেসপন্স দেখে শুধুমাত্র ঈশ্বর চৌহান নন, সমস্ত শাওমি ও রেডমি ইউজার‌ও যথেষ্ট অবাক ও মর্মাহত হয়েছেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here