Home খবর Smart TV A সিরিজে শাওমি লঞ্চ করল 32, 40 এবং 43 ইঞ্চির মডেল, দাম শুরু মাত্র 12999 টাকা থেকে

Smart TV A সিরিজে শাওমি লঞ্চ করল 32, 40 এবং 43 ইঞ্চির মডেল, দাম শুরু মাত্র 12999 টাকা থেকে

ভারতে শাওমি তাদের নতুন স্মার্ট টিভি সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজে কোম্পানির পক্ষ থেকে তিনটি স্মার্ট টিভি পেশ করা হয়েছে এবং এতে কম দামে সুন্দর ফিচার পাওয়া যাবে। এই Xiaomi Smart TV তে FHD রেজোলিউশন, 20W ডলবি অডিও, প্রিমিয়াম মেটাল বেজল লেস স্ক্রিনের মতো বিভিন্ন ফিচার রয়েছে। এই পোস্টে কোম্পানির লেটেস্ট টিভির দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জানানো হল।

Xiaomi Smart TV A Series 2024 এর স্পেসিফিকেশন

Xiaomi Smart TV A Series 2024 এর দাম