টেক ব্র্যান্ড HTC তাইওয়ানে HTC U24 Pro নামের একটি নতুন ফোন লঞ্চ করেছে। আপাতত এই ফোনটি ভারতে পেশ করা হবে না। এতে 12GB RAM, 50MP Selfie Camera, 120Hz OLED ডিসপ্লে এবং wireless charging এর মতো কিছু দারুণ ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।
HTC U24 Pro ফোনের দাম
- 12GB RAM + 256GB স্টোরেজ – TWD 18990 (প্রায় 49,000 টাকা)
- 12GB RAM + 512GB স্টোরেজ – TWD 20990 (প্রায় 54,000 টাকা)
তাইওয়ানে HTC U24 Pro ফোনটি 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে। ফফন্তির বেস মডেলে 256GB Storage দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে TWD 18,990 অর্থাৎ প্রায় 49,000 টাকা। এই ফোনটির টপ মডেলে 512GB Storage রয়েছে এবং এর দাম TWD 20,999 অর্থাৎ প্রায় 54,000 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Space Blue এবং Twilight White কালারে সেল করা হবে।
HTC U24 Pro ফোনের স্পেসিফিকেশন
- 6.8″ 120হার্টস ওএলইডি ডিসপ্লে
- কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3
- 12GB RAM + 512GB স্টোরেজ
- 50এমপি ট্রিপল রেয়ার ক্যামেরা
- 50এমপি সেলফি ক্যামেরা
- 4,600 এমএএইচ ব্যাটারি
- 60 ওয়াট ওয়্যার্ড + 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং
ডিসপ্লে: এও ফপমে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1080 x 2436 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.8 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ পেশ করা হয়েছে এবং প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি ও 2.63GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 7 Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য HTC U24 Pro ফোনে এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 50MP Front Camera রয়েছে। এই ক্যামেরায় অটো ফোকাস, অটো এইচডিআর এবং লাইভ পোর্ট্রেট মোড যোগ করা হয়েছে।
রেয়ার ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS এবং EIS ফিচার সহ 50MP প্রাইমারি সেন্সর, 50MP টেলিফটো লেন্স এবং 8MP ওয়াইড অ্যাঙ্গেল ডেপ্থ সেন্সর রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 60W ফাস্ট চার্জিং, 15W ওয়্যারলেস চার্জিং এবং 5W রিভার্স চার্জিং ফিচার সহ 4,600mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
অন্যান্য: এই ফোনে IP67 রেটিং রয়েছে যার ফলে এই ফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকে। এছাড়াও এই ফোনে 3.5mm অডিও জ্যাক, Wi-Fi 6E, Bluetooth 5.3 এবং NFC রয়েছে।