শাওমি যখন জানিয়েছে ভারতে তাদের নতুন সাব ব্র্যান্ড লঞ্চ হবে তখন থেকেই স্মার্টফোন ইউজারদের সঙ্গে সমগ্ৰ টেক জগত এই ফোনটির জন্য উৎসুক হয়ে রয়েছে। আজ শাওমির সাব ব্র্যান্ড পোকো ইন্ডিয়া অফিসিয়ালি ভারতে এসে গেছে। পোকো ইন্ডিয়া ভারতে তাদের “পোকো এফ1” ফোনটির সঙ্গে এন্ট্রি নিয়েছে। পোকো ইন্ডিয়া ভারতীয় স্মার্টফোন মার্কেটে তাদের পোকো এফ1 স্মার্টফোনটি …… টাকা দামে লঞ্চ করা হয়েছে যা আগামী 20,990 তারিখ থেকে শপিং সাইট ফ্লিপকার্ট 29 থেকে এক্সক্লুসিভ সেলের মাধ্যমে কেনা যাবে।
পোকো এফ1 ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 416পিপিআই ও 1080 × 2246 রেজলিউশনযুক্ত 5.99 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিও আধারিত মিইউআই 9.6 আছে ও 2.8 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর ও কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 চিপসেটে রান করে।
পোকো এফ1 এ 6 জিবি র্যাম যোগ করা হয়েছে। ভারতে ফোনটির 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ও 128 জিবি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। শাওমির পক্ষ থেকে ফোনটিতে লিকুইড কুলিং টেকনিক ব্যবহার করা হয়েছে যার ফলে হাই গ্ৰাফিক্স গেম ও হেভি প্রসেসিঙের পরেও ফোনটি গরম হবে না। গ্ৰাফিক্সের জন্য এতে এড্রিনো 630 জিপিইউ দেওয়া হয়েছে।
ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ আছে। ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল এলইডি ফ্ল্যাশযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পোকো এফ1 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। সিকিউরিটির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে সঙ্গে এই ফোনে ফেস আনলক ফিচারও আছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট ও কুইক চার্জ 3.0 টেকনিকসহ 4,000 এমএএইচ ব্যাটারী আছে।
পোকো এফ1 এর 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 20,990 টাকা দামে লঞ্চ করা হয়েছে এবং 128 জিবি ভেরিয়েন্ট 23,990 টাকার বিনিময়ে কেনা যাবে। কোম্পানি পোকো এফ1 এর একটি স্পেশাল এডিশন পেশ করেছে যা 8 জিবি র্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ সাপোর্ট করে। এই স্পেশাল ভেরিয়েন্টের দাম 28,990 টাকা রাখা হয়েছে।
পোকো এফ1 ফোনটি ব্লু ও গ্ৰাফাইট কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির আগামী 29 তারিখ থেকে সেল শুরু হবে এবং এটি শুধুমাত্র ফ্লিপকার্টে এক্সক্লুসিভ সেলের মাধ্যমে কেনা যাবে।