শাওমির পরবর্তী স্মার্টফোন মি এ2 সম্পর্কে বেশ কিছু দিন ধরে বিভিন্ন লিক পাওয়া যাচ্ছে। কিছু লিকে বলা হয়েছে মি এ2 ও মি এ2 লাইট একই সঙ্গে লঞ্চ হবে আবার কিছু লিকে 24শে জুলাই মি এ2 ফোনটির গ্লোবাল লঞ্চের দিন বলে উল্লেখ করা হয়েছে। এতদিন পর্যন্ত কোম্পানি ফোনটি সম্পর্কে কোন তথ্য দেয়নি তবে আজ শাওমি মি এ2 সম্পর্কে অফিসিয়াল ঘোষণা করেছে। শাওমি তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে মি এ2 ফোনটির লঞ্চের সত্যতা ঘোষণার সঙ্গে ফোনটির ফোটোও শেয়ার করেছে।
কোম্পানির পক্ষ থেকে টুইটের মাধ্যমে মি এ2 স্মার্টফোনটির ফোটো শেয়ার করে ফোনটির লঞ্চের কথা ঘোষণা করা হয়েছে। কোম্পানি ফোনটির লঞ্চ ডেট জানায়নি তবে কোম্পানির টুইটে মি এ2 ইজ বেটার দ্যান 1 হ্যাশট্যাগের সঙ্গে “দি নেক্সট জেনারেশন ইজ কামিং” লিখেছে। এই ফোটোয় ফোনটির ফ্রন্ট ও সাইড প্যানেল দেখা যাচ্ছে এবং ফোনটিতে অ্যান্ড্রয়েড ওয়ান থাকবে বলে জানা গেছে।
Are you a big fan of #MiA1? You will love this…#Xiaomi #AndroidOne #2isbetterthan1 pic.twitter.com/aLlfothn9g
— Mi (@xiaomi) July 16, 2018
শাওমি মি এ2 সম্পর্কিত লিক থেকে জানা গেছে এই ফোনে 5.99 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে যা 2160 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে। এতে 4 জিবি ও 6 জিবি র্যামের সঙ্গে 32 জিবি, 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে এবং ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 চিপসেটে রান করবে। এই ফোনে 20 মেগাপিক্সেল ও 12 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে সেলফির জন্য 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 3,000 এমএএইচ ব্যাটারী দেওয়া থাকতে পারে।
শাওমি মি এ2 লাইটে 5.84 ইঞ্চির বেজল লেস ডিসপ্লেসহ পেশ করা হতে পারে। শোনা যাচ্ছে এই ফোনে ব্যাক প্যানেলে 12 মেগাপিক্সেল ও ফ্রন্ট প্যানেলে 5 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 625 চিপসেট ও পাওয়ার ব্যাকআপের জন্য 4,000 এমএএইচ ব্যাটারী দেওয়া হতে পারে।
শোনা যাচ্ছে আগামী 24শে জুলাই শাওমি স্পেনের মেদ্রিদ শহরে একটি ইভেন্টের আয়োজন করে ফোনটি লঞ্চ করা হতে পারে। মি এ2 ও মি এ2 লাইটের সঠিক স্পেসিফিকেশন ও সঠিক লঞ্চ ডেটের জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে। আশা করা হচ্ছে আগামী সপ্তাহে কোম্পানি ফোনদুটি ভারতে লঞ্চের ঘোষণাও করে দেবে।