আবার ইউজারদের নিরাশ করল এই কোম্পানি, কমানো হয়েছে রিচার্জ প্ল্যানের বেনিফিট

আবার Vodafone Idea (Vi) এর কাজের জন্য Vi ইউজাররা অসন্তুষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। ভোডাফোন আইডিয়া তাদের 479 টাকা দামের রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি কম করে দিয়েছে। এছাড়াও কোম্পানির পক্ষ থেকে এই প্ল্যানের ডেটা বেনিফিট কমিয়ে দিয়েছে। অর্থাৎ কোম্পানি এই প্ল্যানের দাম না বাড়িয়ে এর বেনিফিট কম করে দিয়েছে, ফলে প্যানটি অনেকটাই দামি হয়ে গেছে। সম্প্রতি Vi তাদের 289 টাকার রিচার্জ প্ল্যানের দাম কমিয়ে ছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক 479 টাকা দামের রিচার্জ প্ল্যানের ডিটেইলস সম্পর্কে।

পরিবর্তন হল Vi এর 479 টাকা দামের রিচার্জ প্ল্যান

টেলিকমটক রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভোডাফোন আইডিয়া তাদের 479 টাকার প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 48 দিন পর্যন্ত করেছে এবং এই প্ল্যানে 1GB ডেলি ডেটা, আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন 100 এসএমএস সুবিধা দিচ্ছে। কিন্তু জানিয়ে রাখি আগে এই প্ল্যানে 56 দিনের ভ্যালিডিটি এবং প্রতিদিন 1.5GB ডেটা বেনিফিট দেওয়া হত। তবে বর্তমানে এই প্ল্যানের সার্ভিস ভ্যালিডিটি কম করা হয়েছে, শুধু তাই নয় কোম্পানির এই প্ল্যানে ডেটা বেনিফিটও অনেকটাই কমিয়ে দিয়েছে।

56 দিন ভ্যালিডিটি এবং 1.5GB ডেটার জন্য খরচ হবে বেশি টাকা

যেসব ইউজাররা 56 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিনের 1.5GB ডেটা বেনিফিট সহ প্ল্যান খুঁজছেন, বর্তমানে তাদের 100 টাকা বেশি খরচ করতে হবে। কারণ কোম্পানির 579 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যানে এই বেনিফিট পাওয়া যাচ্ছে। অন্যদিকে জিও এবং এয়ারটেলের কাছেও 579 টাকা দামের প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে। এই প্ল্যানে 56 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন 1.5GB ডেটা সুবিধা পাওয়া যায়।

জানিয়ে রাখি এর আগেও ভিআই তাদের 289 টাকা দামের রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি কমিয়ে দিয়ে ইউজারদের অসন্তুষ্ট করেছিল। বর্তমানে ভিআই তাদের 289 টাকা দামের রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 48 দিন কমিয়ে 40 দিন করেছে।

ARPU এর জন্য হল পরিবর্তন

টেলিকম কোম্পানিগুলি তাদের অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার (ARPU) বাড়ানোর জন্য ইউজারদের থেকে বেশি পরিমাণে ট্যাক্স নিতে চায়। বেশি ARPU এর সঙ্গে সঙ্গে তাঁরা বেশি রেভিনিউ জেনারেট করতে পারবেন এবং এর ফলে কোম্পানিগুলি বিনিয়োগের ক্ষেত্রে আরও বেশি লাভ করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here