শক্তিশালী স্পেসিফিকেশন এবং অ্যাডভান্স ফিচার সহ iQOO 13 ভারতে লঞ্চ হয়ে গেছে। 50 হাজার টাকা রেঞ্জের এই ফোনটির সেল আগামী 10 ডিসেম্বর থেকে শুরু হবে। Realme GT 7 Pro এর পর এই ফোনটি ভারতের বাজারে উপস্থিত দ্বিতীয় Snapdragon 8 Elite প্রসেসর সহ স্মার্টফোনের মুকুট জিতে নিয়েছে। গেমিং ও ফটোগ্রাফির জন্য সমালোচিত iQOO 13 ফোনটি কেমন? এই পোস্টে জেনে নিন ফোনটির পাঁচটি উল্লেখযোগ্য ফিচার সম্পর্কে।
iQOO 13 ফোনের প্রসেসিং
iQOO 13 ফোনে প্রসেসিঙের জন্য 3 ন্যানোমিটার ফেব্রিকেশন এবং 64 বিট আর্কিটেকচারে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই প্রসেসর 4.32GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 28,05,924 AnTuTu Score পেয়েছে। একইভাবে ফোনটির গীকবেঞ্চ সিঙ্গেল কোর স্কোর 3093 এবং মাল্টি কোর পয়েন্ট 9854।
বিশেষ করে গেমারদের কথা মাথায় রেখে কোম্পানি এই ফোনে SuperComputing Chip Q2 চিপ যোগ করেছে যা 2K সুপার রেজোলিউশন এবং 144FPS ফ্রেম রেটে গেম ভিজুয়াল দেবে। হেভি গেমিঙের সময় ফোনটি ঠাণ্ডা রাখার সময় এতে 7000mm² VC Cooling System দেওয়া হয়েছে।
iQOO 13 ফোনটি লেটেস্ট ও অ্যাডভান্দ অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম এবং OriginOS 5 সহ পেশ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Adreno 830 GPU দেওয়া হয়েছে।
iQOO 13 ফোনের RAM
ভারতের বাজারে এই ফ্ল্যাগশিপ ফোনটি 12GB RAM এবং 16GB RAM সহ পেশ করা হয়েছে। এই দুটি মডেলই LPDDR5X RAM টেকনোলজিতে কাজ করে। কোম্পানি এই ফোনে Extended RAM টেকনোলজি যোগ করেছে, যার ফলে ফোনটির 12GB RAM মডেলে 12GB এবং 16GB RAM মডেলে 16GB অতিরিক্ত RAM যোগ করা যায়।
অর্থাৎ এই দুটি ভেরিয়েন্টে যথাক্রমে 24GB RAM (12+12) এবং 32GB RAM (16+16) এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই দুটি মডেলে যথাক্রমে UFS 4.1 storage টেকনোলজি সহ 256GB ও 512GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
iQOO 13 ফোনের স্ক্রিন
কোম্পানির পক্ষ থেকে iQOO 13 ফোনটি বিশ্বের প্রথম Q10 2k 144Hz Ultra EyeCare Display সহ স্মার্টফোন হিসাবে পেশ করা হয়েছে। এই ফোনে 3168 X 1440 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.82-ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 8T LTPO স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 1800nits ব্রাইটনেস, 510PPI পিক্সেল ডেনসিটি ও 2592Hz PWM ডিমিং সাপোর্ট করে।
ফোন আনলক ও সিকিউরিটির জন্য এই ফোনে আলট্রা সনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। এই ফোনের স্ক্রিনে Wet Finger Control কোটিং দেওয়া হয়েছে, যার ফলে ভেজা হাতেও এই ফোনটি সহজেই ব্যাবহার করা যাবে। দীর্ঘ সময় পর্যন্ত ফোনটি ব্যাবহার করার পরেও চোখ সুরক্ষিত রাখার জন্যে এই ফোনের ডিসপ্লেতে Circular Polarization Technology আই প্রোটেকশন রয়েছে।
iQOO 13 ফোনের ক্যামেরা
ফটোগ্রাফির জন্য iQOO 13 ফোনে তিনটি 50MP ক্যামেরা সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS ফিচার সহ 1/1.56″ 50MP Sony IMX921 প্রাইমারি সেন্সর, 2x optical ও 4x (100mm) Lossless Zoom এর ক্ষমতাসম্পন্ন 50MP Sony 2X IMX816 টেলিফটো লেন্স এবং 50MP Samsung S5KJN1 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।
দুর্দান্ত ফটোগ্রাফির জন্য এই ফোনে কোম্পানির পক্ষ থেকে 2.0 Algorithm সেট করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
iQOO 13 ফোনের ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য iQOO 13 ফোনে silicon anode টেকনোলজিতে তৈরি 6,150mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টে এই ফোনটি 13 ঘন্টা 9 মিনিট PCmark স্কোর পেয়েছে। এই ফোনে 30 মিনিট 4K YouTube ভিডিও প্লে করার ফলে ফোনটির ব্যাটারি মাত্র 3% হ্রাস পেয়েছে।
এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 120W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। আমরা ফোনটির বাস্তবিক চার্জিং স্পীড চেক করেছি। আমাদের টেস্টে মাত্র 23 মিনিটের মধ্যে ফোনটির ব্যাটারি 20% থেকে 100% চার্জ হয়ে গেছে।
iQOO 13 ফোনের দাম
ভারতে iQOO 13 ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 12GB RAM + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 54,999 টাকা। একইভাবে 16GB RAM + 512GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেলের দাম 59,999 টাকা রাখা হয়েছে। আগামী 10 ডিসেম্বর থেকে এই ফোনটির সেল শুরু হবে। এই ফোনটি Legend এবং Nardo Grey কালার অপশনে লঞ্চ করা হয়েছে।