10 মাস পর নদী থেকে উদ্ধার সচল iPhone, হতভম্ব ইউজার

‘চিতে কি চাল, বাজ কি নাজার অর বাজিরাও কি তাল‌ওয়ার পে কাভি সান্দেহ নেহি কারতে’ বলিউড ফিল্ম ‘Bajirao Mastani’-এর এই বিখ্যাত ডায়লগ শুনেছেন নিশ্চয়। টেক জগতে যদি Apple এর প্রোডাক্টস এবং iPhone-এর কোয়ালিটির উপর কখনো সন্দেহ করা উচিত না বলা হলে ভুল হবে না। এই কথাটি আমরা মুখের কথা বলছি না বরং অ্যাপেল আইফোন নিজে তার প্রমাণ দিয়েছে। গত কয়েক বছরে এমন বহু খবর পাওয়া গেছে, যেখানে খারাপ পরিস্থিতি‌তেও iPhone নিজেকে প্রমাণিত করেছে। আবারও একটি লেটেস্ট নিউজ অনুযায়ী একটি iPhone 10 মাস আগে নদীতে পরে গিয়েছিল, যখন সেটি উদ্ধার করা হয় তখনও সেটিকে একদম ঠিক ঠাক কাজ করতে দেখা যায়।

নদীতে পড়ে গেলো আইফোন

এই ঘটনাটি হল্যান্ডের। গত বছর, অর্থাৎ আগস্ট 2021-এ Owain Davies নামক এক ব্যাক্তি River Wye-এ একটি পার্টিতে গিয়েছিলেন। ডেভিস নিজের iPhone X ফোনটিকে নিজের প্যান্টের পকেটে রেখেছিলেন, ফোনটি পার্টি করার সময় পকেট থেকে বেড়িয়ে জলে পরে গিয়েছিল। গভীর জলে ফোনটি পরে যাওয়ার কারণে ডেভিস সেটিকে ফিরে পাওয়ার কোনো আশা আর করেনি এবং কিছুদিন এই ফোনটির কথা ভুলেও গিয়েছিলেন, পরবর্তী সময়ে তিনি নতুন একটি ফোন কিনে সেটি ব্যবহার করতে শুরু করে দিয়েছিলেন।

কিন্তু গত মাসে একটি অন্য ব্যাক্তি Miguel Pachaco ওই নদীতে সময় কাটাতে গিয়েছিলেন, কিন্তু হঠাৎ সে নদীতে একটি মোবাইল ফোন পেয়ে যান। এই ফোনটি সেই অ্যাপেল আইফোন এক্স, যেটি 10 মাস আগে ডেভিসের পকেট থেকে পড়ে গিয়েছিল। মিগেল যখন ওই ফোনটি পেয়েছিলেন তখন ফোনটির অবস্থা খুবই খারাপ ছিল। ফোনের গায়ে কাঁদা আটকে ছিল এবং ফোনটির বডিও অনেক নোংরা ছিল। কিন্তু এই সব কিছু‌র পরেও মিগেল ফোনটিকে একবার খুলে চেক করে দেখার কথা ভাবে।

10 মাস জলে পরে থাকার ফলে ফোনটির ব্যাটারি সম্পূর্ণ ড্রেন হয়ে গিয়েছিল। মিগেল ফোনটিকে বাড়ি নিয়ে গিয়ে ভালো ভাবে শুকানোর পরে যখন সেটি চার্জ করে, তখন সে নিজেও অবাক হয়ে যায়! আসলে চার্জে লাগানোর পরে ওই iPhone-এর ডিসপ্লে অন হয়ে যায় এবং চার্জ হতে শুরু করে। অর্থাৎ ফোনটির ব্যাটারি এবং চার্জিং পোর্ট ঠিক ছিল। এরপরে আইফোনটি কিছুক্ষন চার্জ হওয়ার পর অন হয়ে যায় এবং ফোনের ওয়ালপেপারে সেটির মালিক অর্থাৎ Owain Davies ও তার স্ত্রীর ছবি দেখা যায়।

10 মাস জলে থাকার পরেও সচল অবস্থায় আইফোন

এই iPhone 10 মাস পর্যন্ত নদীতে পরে ছিল, কিন্তু যখন সেটিকে তোলা হয়, তখন ফোনটি একদম ওয়ার্কিং কন্ডিশনে ছিল। এই ঘটনাটি মিগেলকে অবাক করে দেয়। Miguel Pachaco এই সম্পূর্ণ ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে এবং আইফোনটির ফোটো‌ও শেয়ার করে। এই খবরটি যেভাবে হোক Owain Davies পায় এবং সে মিগেলের সাথে যোগাযোগ করে। এই ঘটনার ফলে বর্তমানে টেক জগতে সমালোচনার সৃষ্টি হয়েছে, যে কিভাবে 10 মাস জলের নিচে পড়ে থাকা সত্ত্বেও iPhone এখনও কিকরে সচল আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here