LAVA আনতে চলেছে সস্তা স্মার্টফোন, Blaze Curve 5G নামে হতে পারে লঞ্চ, জেনে নিন বিস্তারিত

গত বছর লাভা ভারতের বাজারে তাদের লো বাজেট স্মার্টফোন হিসাবে LAVA Blaze 2 5G লঞ্চ করেছিল। এই 5জি ফোনটি মাত্র 9,999 টাকা দামে পেশ করা হয়েছিল। এবার খবর পাওয়া যাচ্ছে কোম্পানি এই সিরিজের অধীনে Blaze Curve 5G নামের একটি নতুন ফোন লঞ্চ করতে পারে। কোম্পানির প্রেসিডেন্ট সুনীল রায়না এই ফোনটি টিজ করেছেন।

LAVA Blaze Curve 5G

সুনীল রায়না এক্স (টুইটার) এ LAVA Blaze Curve 5G ফোনটি টিজ করেছেন। টুইটের মাধ্যমে কোম্পানির প্রেসিডেন্ট একটি পাজেল সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, এতে ফোনের নাম বলা হয়েছে। এই ফোনের নাম Blaze Curve 5G। এই পোস্টেই কিছু ইউজার ফোনের নাম লিখে কমেন্ট করেছেন। সুনীল রায়না এই টুইটে স্পষ্ট করে দিয়েছেন কোম্পানি খুব তাড়াতাড়ি এই ফোন সম্পর্কে ঘোষণা করবে। LAVA Blaze Curve 5G ফোন সম্পর্কে অন্য কোনো তথ্য জানলেই পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

LAVA Blaze 2 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে– এই ফোনে 1600 X 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এছাড়া এতে 180 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 270 পিপিআই এবং 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর– LAVA Blaze 2 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 এ কাজ করে। এতে 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী-জি57 জিপিউ দেওয়া হয়েছে।
  • স্টোরেজ– এই ফোনে extended RAM ফিচার দেওয়া হয়েছে। এর সাহায্যে 4GB physical RAM মডেলে অতিরিক্ত 4GB virtual RAM এবং 6GB physical RAM মডেলে অতিরিক্ত 6GB virtual RAM যোগ করা যায়। এছাড়া এই ফোনে LPDDR4x RAM এবং UFS 2.2 Memory রয়েছে।
  • ক্যামেরা– ফটোগ্রাফির জন্য ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি– পাওয়ার ব্যাকআপের জন্য LAVA Blaze 2 5G ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে।
  • অন্যান্য– সিকিউরিটির জন্য এই ফোনের সাইড ফ্রেমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 3.5 এমএম অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।

LAVA Blaze 2 5G এর দাম

এই ফোনটি দুটি স্টোরেজ মডেলে সেল করা হয়। ফোনের বেস মডেলে 4GB RAM + 64GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 9,999 টাকা। এই ফোনের টপ মডেল 10,999 টাকা দামে এবং 6GB RAM + 128GB স্টোরেজ সহ সেল করা হয়। LAVA Blaze 2 5G ফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট আমাজন ইন্দিয়ার মাধ্যমে বিক্রি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here