1,001 ক্যাশব্যাক পাওয়ার দিচ্ছে গুগল পে, জেনে নিন কিভাবে পাবেন

এই উৎসবের মরশুমে Google Pay তাদের ইউজারদের জন্য নতুন ক্যাম্পেন শুরু করেছে। এর মাধ্যমে ইউজাররা নিজেদের ফোনে 1,001 টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিতে পারবেন। তবে অন্যান্য ক্যাম্পেনের মতো এখানেও ইউজারদের একটি টাস্ক কমপ্লিট করতে হবে। এই টাস্ক কমপ্লিট করার পরেই এই ক্যাশব্যাক পাওয়া যাবে। গুগল পে এর এই ক্যাম্পেনে ইউজারদের বিভিন্ন ধরনের ট্রানজেকশন করে ছয় ধরনের ‘লাড্ডু’ জোগাড় করতে হবে। নিচে Google Pay এর মাধ্যমে লাড্ডু জোগাড় করা এবং ক্যাশব্যাক জিতে নেওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Google Pay এর দীপাবলি ক্যাশব্যাক অফার ডিটেইলস

  • অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী ইউজারদের ছয় ধরনের লাড্ডুর মধ্যে কমপক্ষে একটি লাড্ডু জোগাড় করতে পারলে 51 টাকা থেকে 1,001 টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিতে পারবেন।
  • এর জন্য ইউজারদের গুগল পে অ্যাপ ব্যাবহার করে বিভিন্ন ধরনের ট্রানজেকশন করতে হবে।
  • যদি ট্রানজেকশনের মাধ্যমে ইউজাররা ছয় ধরনের লাড্ডু না পেয়ে থাকেন, তাহলে ইউজাররা তাদের পরিবার বা বন্ধুদের কাছে Google Pay অ্যাপের মাধ্যমে লাড্ডু পাঠানোর রিকুয়েস্ট করতে পারেন।
  • এই ক্যাম্পেনের অধীনে 21 অক্টোবর থেকে 7 নভেম্বরের মধ্যে লাড্ডুই স্ট্যান্ডার্ড হবে। এই সময়ের পরে যদি ইউজাররা লাড্ডু পায় বা লাড্ডু থেকে যায় তবে সেগুলি কোনো কাজের হবে না।

গুগল পে লাড্ডু পাওয়ার পদ্ধতি

  • যেকোনো রকম কেনাকাটার সময় ভেন্ডার স্ক্যান বা নাম্বারের মাধ্যমে পেমেন্ট করলে এই লাড্ডু পাওয়া যাবে। (কমপক্ষে 100 থাকা পর্যন্ত UPI পেমেন্ট করতে হবে)
  • মোবাইল রিচার্জ করলে বা পোস্টপেইড বিল পেমেন্ট করলে এই লাড্ডু পাওয়া যাবে। (কমপক্ষে 100 থাকা পর্যন্ত UPI পেমেন্ট করতে হবে)
  • গুগল পে এর মাধ্যমে ক্রেডিট কার্ড বিল পেমেন্ট করলেও লাড্ডু পাওয়া যাবে।(কমপক্ষে 3,000 টাকা UPI করতে হবে)
  • গুগল পে এর পার্টনার ব্র্যান্ড থেকে গিফট কার্ড কিনলেও লাড্ডু জিতে নেওয়া যাবে। (কমপক্ষে 200 টাকা)
  • এছাড়াও ইউজাররা তাদের বন্ধু বা আত্মীয়স্বজনদের একটি লাড্ডু উপহার দিতে পারেন এবং যেকোনো বন্ধু থেকে উপহার হিসেবে একটি বোনাস লাড্ডু জিতে নিতে পারেন।

জানিয়ে রাখি একই ব্যবসায়ী বা বন্ধুর সঙ্গে বারবার পেমেন্ট করলে প্রতি বার লাড্ডু পাওয়া যাবে না। একইসঙ্গে গোল্ড কিনলে, বীমা নেওয়া এবং Amazon Pay গিফট কার্ড কেনার মতো পেমেন্টের ক্ষেত্রে এই লাড্ডু পাওয়া যাবে না।

অ্যাপে কিভাবে লাড্ডু ট্র্যাক করবেন?

ইউজাররা Google Pay অ্যাপ ওপেন করে ‘অফার এবং রিওয়ার্ডস’ সেকশনে গিয়ে এবং ‘লাড্ডু!’ অপশনটিতে ক্লিক করে স্ট্যাটাস ট্র্যাক করতে পারেবেন। এরপর স্ক্রিনে জোগাড় করা লাড্ডুগুলো দেখতে পারবেন এবং বেশি করে লাড্ডু পাওয়ার জন্য আবশ্যক লেনদেন করতে হবে। পুরস্কার পাওয়ার জন্য ইউজারদের লাড্ডু সেকশনে গিয়ে “Claim final reward” এ ক্লিক করতে হবে এবং এরপর “Claim reward” বেচে নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here