কিভাবে বিনামূল্যে পাবেন জিওর 4K LED TV?

আপনার হয়তো মনে আছে 2016 সালের 5 সেপ্টেম্বরের দিন মুকেশ আম্বানির কোম্পানি Reliance Jio ভারতে তাদের পরিষেবা শুরু করেছিল। বাজারে আসার পর কোম্পানি শুরুতে ওয়েলকাম অফার হিসেবে 3 মাস পর্যন্ত সমস্ত সার্ভিস বিনামূল্যে দিয়েছিল। এরপর আবার হ‍্যাপি নিউ ইয়ার নামে একটি অফারে আরও 3 মাস সব সার্ভিস বিনামূল্যে দেওয়া হয়। অর্থাৎ মোট 6 মাস পর্যন্ত জিওর সব পরিষেবা বিনামূল্যে পাওয়া যায় এবং এরপর দাম ধার্য করা হলেও তা অত্যন্ত কম রাখা হয়। এই দাম এতটাই কম ছিল যে সেই সময় দাঁড়িয়ে অন্য কোনো কোম্পানি ভাবতেও পারতো না। এক‌ই ভাবে যখন কোম্পানি 2017 সালে জিওর নতুন ব্রডব্যান্ড সার্ভিসের কথা ঘোষণা করে সাধারণ মানুষ এরকম কিছর পুনরাবৃত্তি সম্পর্কে আশা করছিল। 2 বছরের ট্রায়ালের পর এবার মুকেশ আম্বানি Jio Broadband সার্ভিস Jio Fiber এর অফিসিয়াল লঞ্চ করে দিয়েছে। এবারও কোম্পানি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ছাড়লো। উপরন্তু এবার কোম্পানি কোনো ডেটা বা অন্য কোনো সার্ভিস নয় বরং 4K LED TV বিনামূল্যে দিচ্ছে। এমন অবস্থায় সবার মনেই প্রশ্ন উঠছে কিভাবে এই টিভি ফ্রিতে পাওয়া যাবে। তাহলে চলুন কিভাবে পাওয়া যাবে এই ফ্রি টিভি।

Xiaomi 21 আগস্ট ভারতে লঞ্চ করবে 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 4,030 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত Mi A3

জেনে নিন কিভাবে পাওয়া যাবে ফ্রি টিভি
মুকেশ আম্বানি কয়েক দিন আগে তাদের জিও ফাইবার সম্পর্কে সবিস্তারে বলে দিয়েছেন। তিনি জানান 5 সেপ্টেম্বর জিও ফাইবার প্ল‍্যান অফিসিয়ালি লঞ্চ করা হবে এবং ভারতীয় ইউজাররা এই জিওর ব্রডব্যান্ড সার্ভিসের সুবিধা উপভোগ করতে পারবেন।

কোম্পানি তাদের জিও ফাইবার ব্রডব্যান্ড সার্ভিসের মধ্যে 100 এমবিপিএস থেকে শুরু করে 1 জিবিপিএস পর্যন্ত প্ল‍্যান পেশ করবে যার জন্য গ্ৰাহকদের মাসিক 700 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত দাম দিতে হবে। এর মধ্যে অনেকগুলি প্ল‍্যান থাকবে কিন্তু এখনই সেবিষয়ে বেশি কিছু বলা হয়নি। 5 সেপ্টেম্বর সমস্ত তথ্য সবিস্তারে জানা যাবে।

হাত মেলালো Samsung ও Xiaomi, নিয়ে এলো 108 মেগাপিক্সেল ক‍্যামেরা সেন্সর টেকনোলজি

কোম্পানি তাদের ফ্রি টিভির ক্ষেত্রেও জিও মোবাইল সার্ভিসের মতো তাদের ফাইবার সার্ভিসের জন‍্য‌ও ওয়েলকাম অফার পেশ করেছে। এই অফারে কোম্পানি জিও ফরেভার অ্যানুয়াল প্ল‍্যান লঞ্চ করেছে এবং এই প্ল‍্যান যেসব গ্ৰাহক কিনবেন তাদের ফ্রিতে এল‌ইডি টিভি দেওয়া হবে। অর্থাৎ যদি আপনি এক বছরের জন্য কোনো একটি নির্দিষ্ট প্ল‍্যান সাবস্ক্রাইব করেন তবে আপনি এই টিভি পেয়ে যাবেন।

কোম্পানি জানিয়েছে এইচডি থেকে শুরু করে 4K LED TV পর্যন্ত ফ্রিতে দেওয়া হবে। তবে এখনও পর্যন্ত জানানো হয়নি যে কোন কোন প্ল‍্যানে টিভি দেওয়া হবে এবং কত ইঞ্চি মাপের টিভি দেওয়া হবে। আগামী 5 সেপ্টেম্বর এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

4,880 এম‌এএইচ ব‍্যাটারী ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লিস্টেড হলো Vivo এর নতুন ফোন, জানা গেছে স্পেসিফিকেশন

2017 সালেই জিওর ফিক্সড লাইন ব্রডব্যান্ড সার্ভিসের সূচনা করা হয়েছিল এবং এবার এটি অফিসিয়ালি লঞ্চ করে দেওয়া হয়েছে। এই সার্ভিসে আপনি ফিক্সড লাইন টেলিফোন সার্ভিস পাবেন। যার মধ্যে টিভি ছাড়াও আপনি ফ্রিতে সেট টপ বক্স এবং আরও কিছু ওটিভি সার্ভিস পাবেন। এতে আপনি ইন্টারনেটের সঙ্গে ফ্রিতে টিভি, মুভি ও সিরিয়াল দেখতে পারবেন। এছাড়াও ন‍্যাশনাল কল করতে পারবেন বিনামূল্যে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here