108MP Camera সহ লঞ্চ হল Xiaomi 12T স্মার্টফোন, 120W fast charging-এর দৌলতে কয়েক মিনিটেই হয়ে যাবে ফুল চার্জ

গ্লোবাল মার্কেটে Xiaomi তাদের ‘Xiaomi 12T’ সিরিজের Xiaomi 12T এবং Xiaomi 12T Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে Xiaomi 12T Pro ফোনটিতে 200MP Camera যোগ করা হয়েছে। এই ফোনটির ফুল স্পেসিফিকেশন পড়ার জন্য এখানে ক্লিক করুন। এছাড়া Xiaomi 12T তে 108MP Camera, 8GB RAM, MediaTek Dimensity 8100 chipset এবং 120W fast charging এর মতো উল্লেখযোগ্য কিছু ফিচার আছে। এই পোস্টে Xiaomi 12T ফোনটির ফিচার, স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে আলোচনা করা হল।

Xiaomi 12T এর স্পেসিফিকেশন

কোম্পানির Xiaomi 12T ফোনটিতে 2712 x 1220 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনটির স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120 হার্টস রিফ্রেশরেট ও 480 হার্টস টাচ সাম্পেলিং রেটে কাজ করে। এই ফোনের ডিসপ্লে কর্নিং গোরিলা গ্লাস ভিকটাস দিয়ে সুরক্ষিত করা হয়েছে। এছাড়া এই ডিসপ্লে 1200 নিটস ব্রাইটনেস এবং HDR10+ সাপোর্ট করে। আরও পড়ুন: 100KM রেঞ্জের সঙ্গে লঞ্চ হল সস্তা ব্যাটারিচালিত স্কুটি, আগুন ধরার ভয়ও নেই

এই শাওমি ফোনটি MIUI 13 বেসড Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য Xiaomi 12T তে মিডিয়াটেক ডায়মেনসিটি 8100 চিপসেট যোগ করা হয়েছে এবং হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে মালী জি610 জিপিইউ রয়েছে। এই ফোনে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Xiaomi 12T ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 108MP Samsung ISOCELL HM6 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা অওাইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 20MP IMX596 ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ লঞ্চ হল Infinix এর এই দুর্দান্ত স্মার্টফোন, মাত্র 12 মিনিটেই হবে ফুল চার্জ!

এই ফোনে আইআর ব্লাস্টার, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3 এর সঙ্গে ডলবী অ্যাটমস স্টেরিও স্পিকারের মতো অসাধারণ ফিচার রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Xiaomi 12T তে 120 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যুক্ত 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

Xiaomi 12T এর দাম

আন্তর্জাতিক বাজারে Xiaomi 12T ফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে EUR 599 অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 48,900 টাকা। গ্লোবাল মার্কেটে Xiaomi 12T ফোনটি Silver, Blue এবং Black কালার ভেরিয়েন্টে সেল করা হবে। আরও পড়ুন: Amazon Happiness Upgrade Days Sale : সস্তায় পাওয়া যাচ্ছে দারুণ স্মার্টফোন, দেখে নিন বেস্ট স্মার্টফোন অফার

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here