টেক ব্র্যান্ড অনার সম্প্রতি ইউনাইটেড আরব এমিরাতে তাদের নতুন স্মার্টফোন হিসাবে 108MP Camera, 20GB RAM (12GB+8GB) এবং 5,800mAh Battery সহ Honor X9b লঞ্চ করেছে। এবার কোম্পানি তাদের ‘এক্স’ সিরিজের অধীনে Honor X50i+ নামের একটি নতুন ফোন চীনে লঞ্চ করতে চলেছে। নতুন Honor X50i+ ফোনটিতেও 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। এই আপকামিং ফোনের ছবি এবং স্পেসিফিকেশন নিচে জানানো হল। আরও পড়ুন: Samsung Galaxy S24 Ultra ফোনে থাকতে পারে সবচেয়ে ফাস্ট প্রসেসর, গীকবেঞ্চে হল লিস্টেড
Honor X50i+ এর স্পেসিফিকেশন (লিক)
- 6.7″ FHD+ display
- 2.4GHz Processor
- 16GB RAM + 1TB Storage
- Android + Magic OS
- 108MP Rear Camera
- 35W 4,500mAh battery
ডিসপ্লে: Honor X50i+ ফোনে 2412 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে এবং এতে এলসিডি প্যানেল ব্যাবহার করা হতে পারে।
প্রসেসর: সার্টিফিকেশ্ন সাইট থেকে Honor X50i+ সম্পর্কে জানা গেছে এই ফোনে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। তবে এই ফোনে কোন চিপসেট দেওয়া হবে তা জানা যায়নি।
স্টোরেজ: এই অনার ফোনের 4GB RAM ভেরিয়েন্ট সামনে এসেছে এবং এতে 6GB RAM, 8GB RAM, 12GB RAM এবং 16GB RAM-ও থাকবে। লিক অনুযায়ী এই ফোনে 128GB, 256GB, 512GB এবং 1TB ইন্টারনাল স্টোরেজ থাকবে। এই ফোনে মেমরি কার্ড ব্যাবহার করা যাবে না।
ক্যামেরা: লিক থেকে জানা গেছে Honor X50i+ ফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ফোনটিতে 108 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Honor X50i+ ফোনে 4,500 এমএএইচ ব্যাটারি যোগ করা হতে পারে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 35 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন