Highlights
- এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
- এই ফোনে 108MP ক্যামেরা দেওয়া হয়েছে।
- এই ফোনটি আপাতত চীনে সেলের জন্য পাওয়া যাবে।
Oppo আজ তাদের হোম মার্কেট চীনে একটি নতুন স্মার্টফোন OPPO K11x লঞ্চ করেছে। এটি একটি মিডবাজেট 5G ফোন যা Qualcomm Snapdragon 695 প্রসেসরে কাজ করে। এই পোস্টে আপনাদের Oppo K11X ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: লঞ্চ হল OPPO রেনো 10 সিরিজ, বাজারে এল তিনটি নতুন স্মার্টফোন Reno 10, Reno 10 Pro এবং Reno 10 Pro+
OPPO K11x ফোনের দাম
Oppo K11X ফোনটি তিনটি মেমরি ভেরিয়েন্ট মার্কেটে লঞ্চ করা হয়েছে।এই ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ বেস ভেরিয়েন্টের দাম CNY 1499 (প্রায় 17,500 টাকা)। 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 1699 (প্রায় 19,900 টাকা) এবং 12GB RAM + 256GB ভেরিয়েন্টের দাম CNY 1899 (প্রায় 22,000 টাকা)। এই ফোনটি Jade black এবং Pearl কালার অপশনে লঞ্চ হয়েছে।
OPPO K11x ফোনের স্পেসিফিকেশন
- ডিসপ্লে: Oppo K11X স্মার্টফোনটিতে 2400×1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.72-ইঞ্চি FullHD+ স্ক্রিন রয়েছে। এই ফোনের ডিসপ্লে 120Hz রিফ্রেশরেট এবং 240Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করে।
- প্রসেসর: OPPO K11x ফোনটি Android 13 বেসড ColorOS 13.1 এ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে একটি Qualcomm Snapdragon 695 octa-core প্রসেসর রয়েছে যা 2.2GHz ক্লক স্পিডে রান করে।
- ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, যার মধ্যে F/1.7 অ্যাপারচার যুক্ত একটি 108-মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং F/2.4 অ্যাপারচার যুক্ত একটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। এছাড়াও এই Oppo মোবাইলটি F/2.4 অ্যাপারচার যুক্ত 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর সাপোর্ট করে।
- ব্যাটারি: Oppo K11X ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 67W সুপারফ্ল্যাশ চার্জ টেকনোলজি সাপোর্ট করে।
- সিকিউরিটি: Oppo তার এই নতুন ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট দিয়েছে। এই ফোনটি ফেস আনলক ফিচারও সাপোর্ট করে।
OPPO K11x ফোনটির ভারত লঞ্চ ডিটেইলস
এখনও পর্যন্ত ভারতের মার্কেটে OPPO ‘K’ সিরিজের অধীনে মাত্র দুটি স্মার্টফোন OPPO K10 4G এবং OPPO K10 5G লঞ্চ করা হয়েছে। কোম্পানি চীনে লঞ্চ হওয়া OPPO K11x 5G ফোনটি ভারতে আনবে কি না, সেটা এখনও স্পষ্ট নয়। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 120W ফাস্ট চার্জিং সাপোর্টসহ চীনে লঞ্চ হল iQOO Neo 8 সিরিজ, জেনে নিন দাম
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন