আজ থেকে শুরু হল ওয়ানপ্লাস 6টি এর সেল, দেখুন এর প্রথম ঝলক ও এই ফোনটির সঙ্গে জড়িত সব প্রশ্নের উত্তর

ফ্ল‍্যাগশিপ কিলার নামে পরিচিত ওয়ানপ্লাস দীপাবলি উপলক্ষে ভারতে তাদের নতুন হ‍্যান্ডসেট ওয়ানপ্লাস 6টি পেশ করেছে। এই ফোনটি অনলাইন স্টোর আমাজন ইন্ডিয়ার সঙ্গে অফলাইন স্টোর রিলায়েন্স ডিজিটাল ও ক্রোমাতে সেল করা হবে। স্টাইল থেকে শুরু করে ফিচার সব দিক থেকে ফোনটি যথেষ্ট অ্যাডভান্স। তবে যে কোনো ফোন কেনার আগে সবার মনেই বেশ কিছু প্রশ্ন থেকে যায়। আমরা ওয়ানপ্লাস 6টি সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি।

ওয়ানপ্লাস 6টি এর ডিজাইন কেমন?

ওয়ানপ্লাস 6টি এর বডি মেটাল ফ্রেমে তৈরি তবে এর ব‍্যাক প‍্যানেলে গ্লাস দেওয়া হয়েছে যা যথেষ্ট উজ্জ্বল। এর কোয়ালিটি তুলনামূলক ভাবে যথেষ্ট ভালো এবং কোণাগুলি অনেক বেশি কার্ভ এবং স্লিক।

4 রেয়ার ক‍্যামেরাওয়ালা স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 39,000 টাকা দামে ভারতে হবে লঞ্চ, 6 জিবি র‍্যামের সঙ্গে থাকবে 6.3 ইঞ্চির স্ক্রিন

ফোনটির ডিসপ্লে কেমন?

ওয়ানপ্লাস 6টিতে 6.41 ইঞ্চির 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ফুল ভিউ ডিসপ্লে আছে। কোম্পানি এটি 2280 × 1080 পিক্সেল রেজলিউশন‌ওয়ালা ফুল এইচডি+ ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। এর সঙ্গে এমোলেড ডিসপ্লের ব‍্যবহার করা হয়েছে যা ভাইব্রেন্ট ডিসপ্লের জন্য পরিচিত। ফোনের ডিসপ্লে যথেষ্ট হাই কোয়ালিটির।

অদৃশ্য সেলফি ক‍্যামেরা ও ইনভিজিবল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে লেনোভো জেড5 প্রো লঞ্চ

স্ক্রিন কি প্রোটেক্টেড?

ওয়ানপ্লাস 6টি এর স্ক্রিন কর্নিঙ গোরিলা গ্লাস 6 দিয়ে কোটেড করা হয়েছে। এটি কর্নিঙের সবচেয়ে নতুন ভার্সন এবং যথেষ্ট অ্যাডভান্স বলেই পরিচিত। কর্নিঙ প্রোটেকশন স্ক্রিনকে ছোটোখাটো আঘাতের হাত থেকে বাচানো ছাড়াও স্ক্রিনকে যথেষ্ট মজবুত করে।

6 জিবি র‍্যাম ও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে 15ই নভেম্বর লঞ্চ হবে ভিভো এক্স21এস

এতে নচ আছে?

নচের সূচনা কোম্পানি ওয়ানপ্লাস 6 এর সঙ্গে করে। ওয়ানপ্লাস 6 এ কোম্পানি ছোট নচ দিয়েছে। এটি মূলত এয়ারড্রপ নচ নামে পরিচিত। গোলাকৃতি ছোট এই নচে সেলফি ক‍্যামেরা সেন্সর‌ দেওয়া হয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর ফোটো এল সামনে, সবচেয়ে আলাদা হবে ডিজাইন, ডিসপ্লের ভেতরে হবে সেলফি ক‍্যামেরা

ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কেমন?

ওয়ানপ্লাস 6টি এর ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি। কোম্পানি এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করেছে। অর্থাৎ স্ক্রিনের নিচেই স্ক‍্যানার আছে। স্ক্রিনের ওপর আঙ্গুল রাখা মাত্র স্ক্রিন আনলক হয়ে যায়। কোম্পানির দাবি অনুযায়ী এটি মাত্র 0.3 সেকেন্ডের মধ্যে স্ক্রিন আনলক করতে সক্ষম। এটি সত্যিই যথেষ্ট ফাস্ট। এতে লিফ্ট টু ব‍্যাক অপশন দেওয়া হয়েছে যার সাহায্যে ফোন তোলার সঙ্গে সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার অন হয়ে যায় এবং পাওয়ার বাটন না টিপেই ফোনটি আনলক করা সম্ভব।

ডুয়েল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল এই বিশেষ স্মার্টফোন, ব‍্যাক প‍্যানেলেও থাকবে স্ক্রিন ও রেয়ার ক‍্যামেরা দিয়ে তোলা যাবে সেলফি

ফোনটির প্রসেসর কেমন?

ওয়ানপ্লাস 6টিতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেট দেওয়া হয়েছে এবং এতে (4×2.8 গিগাহার্টস কোরিও 385 গোল্ড ও 4×1.7 গিগাহার্টস কোরিও 385 সিলভার) অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য কোম্পানি এতে এড্রিনো 630 জিপিইউ যোগ করেছে। কোয়ালকমের এই চিপসেট এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী চিপসেট যা দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সুপরিচিত।

আসুস আনতে চলেছে সবচেয়ে বিশেষ নচযুক্ত স্মার্টফোন, এর ডিজাইন দেখলে অবাক হতে হবে

ওয়ানপ্লাস 6টিতে র‍্যাম কতটা আছে?

ফোনটির 6 জিবি ও 8 জিবির দুটি র‍্যাম ভেরিয়েন্ট আছে।

6 ক‍্যামেরা, 8 জিবি র‍্যাম ও স্লাইডার প‍্যানেলের সঙ্গে লঞ্চ হল অনারের দুর্দান্ত ফোন ম‍্যাজিক 2, অ্যাপেল-স‍্যামসাঙের জন্য কড়া টক্কর

এতে ইন বিল্ট মেমরি কত আছে?

ওয়ানপ্লাস 6টি এর তিনটি মেমরি ভেরিয়েন্ট আছে। 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ও 256 জিবি মেমরি অপশন আছে।

512 জিবি মেমরি ও 12.9 ইঞ্চির ডিসপ্লের সঙ্গে নতুন অ্যাপেল আইপ‍্যাড প্রো লঞ্চ

মেমরি কি এক্সপেন্ডেবল?

না। এই ফোনে মেমরি বাড়ানো যায় না। এতে মেমরি কার্ড সাপোর্ট করে না।

এই ফোনে কোন অপারেটিং সিস্টেম চলে?

ওয়ানপ্লাস 6টি অক্সিজেন ওএস 9.0 এর সঙ্গে কাজ করে যা অ্যান্ড্রয়েডের সঙ্গে কাজ করে এবং অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত। এটি একদম স্টক অ্যান্ড্রয়েডের অনুভূতি দেয়। সবচেয়ে বড় কথা কোম্পানি আগামী দুবছর পর্যন্ত একে আপডেট করার ভরসা দিয়েছে।

ফোনের রেয়ার ক‍্যামেরা কত মেগাপিক্সেলের এবং এতে কি কি ফিচার আছে?

এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌‌আপ দেওয়া হয়েছে। ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেল প্রাইমারি ও 20 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। দুটি ক‍্যামেরা সেন্সর‌ই এফ/1.7 অ্যাপার্চারযুক্ত। এতে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনের সঙ্গে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া হয়েছে যা ক‍্যামেরা নড়লেও ভালো ফোটো দিতে সক্ষম।

ফোটোগ্ৰাফির জন্য এতে বোকে এফেক্ট, প‍্যানোরামা মোড ও এইচডিআরের মতো অপশন দেওয়া হয়েছে। এতে প্রো মোডের‌ও ব‍্যবহার করা যাবে।

এতে 4কে ও স্লো মোশান ভিডিও রেকর্ডিং ফিচার আছে?

4কে ভিডিও রেকর্ডিঙের জন্য 60 ফ্রেম প্রতি সেকেন্ডের হিসেবে করা যাবে যা যথেষ্ট অ্যাডভান্স বলা যেতে পারে। এতে স্লো মোশান ভিডিও রেকর্ডিং অপশন‌ও আছে।

ওয়ানপ্লাস 6টিতে সেলফি ক‍্যামেরা কত মেগাপিক্সেলের?

ওয়ানপ্লাস 6টিতে 16 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে যা এফ/2.0 অ্যাপার্চারযুক্ত। এতে জাইরো ইএস‌আই ও অটো এইচডিআর আছে। এতে সেলফি ক‍্যামেরার সঙ্গেও বোকে এফেক্ট আছে।

ওয়ানপ্লাস 6টিতে কানেক্টিভিটির জন্য কোন কোন অপশন আছে?

ওয়ানপ্লাস 6টিতে ডুয়েল সিম সাপোর্ট করে এবং দুটি স্লটেই 4জি ভোএলটিই সিম ব‍্যবহার করা যাবে। এছাড়া এতে ওয়াইফাই, ব্লুটুথ ও এন‌এফসি ফিচার দেওয়া হয়েছে। ফোনে চার্জিং, ডেটা ট্রান্সফার ও ইয়ারফোনের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এতে 3.5 এম‌এম জ‍্যাক নেই।

3.5 এম‌এম জ‍্যাক নেই, তবে মিউজিকের জন্য ইয়ারফোন কিভাবে ব‍্যবহার হবে?

কোম্পানি এতে ইউএসবি টাইপ সি ইয়ারফোন দিয়েছে। সেটাই কানেক্ট করা যাবে বা বাজার থেকে কানেক্টার কেনা যাবে। আপাতত ইউএসবি টাইপ সিওয়ালা বুলেট ইয়ারফোনের জন্য আলাদা করে দাম দিতে হবে।

ওয়ানপ্লাস 6টিতে কত এম‌এ‌এইচের ব‍্যাটারী আছে?

এই ফোনে 3,700 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে, যা পুরোনো ফোনের চেয়ে প্রায় 400 এম‌এএইচ বেশি।

এতে ফাস্ট চার্জিং আছে কি?

ওয়ানপ্লাস 6টি এর সঙ্গে ডেথ চার্জার দেওয়া হয়েছে যা ফাস্ট চার্জ সাপোর্ট করে। ফোনটি প্রায় এক ঘন্টায় পুরোপুরি চার্জ হয়ে যায়।

ওয়ানপ্লাস 6টি এর দাম কত?

ওয়ানপ্লাস 6টি এর 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্ট 37,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 41,999 টাকা এবং 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 45,999 টাকা রাখা হয়েছে।

এতে কোনো অফার আছে কি?

কোম্পানি জিওর সাথে হাত মিলিয়ে 5,000 টাকার অফার দিয়েছে যেখানে 3 টিবি ডেটা বিনামূল্যে পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here